আমার নাম নিতু। নামটা আমার খুবই পছন্দের। পছন্দ বলতে একটু বাড়াবাড়ি রকমেরই পছন্দ। কেন যেন মনে হয় আমার নামটা থেকে ঝুনঝুন টাইপের একটা শব্দ হয়।
এত পছন্দের আরও একটা কারন আছে অবশ্য । তারও আগে বলি আমরা তিন বোন- লিজা, লিমা, নিতু । আচ্ছা নাম অনুযায়ী আমি কি দলচ্যুত নই ? ওদের নামের শুরুটা ‘ল’ দিয়ে, আর আমারটা ‘ন’! শুনেছি জন্মের পর আমার নাম নাকি ছিলো লিসা ......... লিজা, লিমা, লিসা । কি সুন্দর তাই না ? নাম তিনটা একসাথে বললেই মনে হয় যেনো রেলগাড়ি, একটার পেছনে একটা, লাইন ধরে দাঁড়িয়ে আছে ।
কিন্তু বাঁধ সাধলো ছোটকাকা । সেকালের উপন্যাসপ্রেমী ছোটকাকা কোনো এক উপন্যাস পড়ে অতি মাত্রায় আবেগ তাড়িত হয়ে ছলছল চোখে বললেন, ‘কিসের লিসা ? এই মেয়ের নাম হবে নিতু। উপন্যাসের নায়িকার নামে নাম।’
ব্যাস , সেই থেকে আমি নিতু । উপন্যাসের নায়িকা নই , শুধু নিতু ।
তারপরও বলি , একা ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে যদি উপন্যাসের ওই মেয়েটির কথা ভেবে নিজেকে দেখি, খুব কি অন্যায় হবে ? নাইবা হলাম রূপবতী ,
তবু আমার ভালো লাগে।
একটু বেশিই ভালো লাগে
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:১৯