১.
ইচ্ছে করছে তোমাকে স্বপ্নের কথা বলি। কাল অথবা কাল ও কেটে গেছে যেসব স্বপ্ন বিচ্ছিন দিবসে। লাল নীল হলুদ কত রকমের রং। আজ খুব অস্থিরতা ছিলো শহরে। নীল অপরাজিতায় গাছ ভর্তি করে ছোট ছোট ফুল এসেছে। বার পূজায় লাগে এই নীল ফুল। নারায়ন পূজায়। সেই ফুলের কাছে বেশরমের মত দু তিনটে কাঁদুনে গ্যাসের গোলা এসে পড়লো। খুব কাঁদলো গাছগুলো!
লম্বা করিডোর কত কিছু যে জোছনার মত নীলচে ধোঁয়ায় মিলিয়ে যাচ্ছে। পথে পথে এখন কত রকমের মিছিল। শাদা শার্টগুলো ইঁটের টুকরো দিয়ে কেনাকাটা করে দাবি আদায়ের ইচ্ছে। কাঁটাতারের ওপার থেকে টুকি দিয়ে দেখে এপাশে তার দর্শক আছে কিনা! ছোট ছোট কোমল শাদা শার্ট।
কখনো তোমাকে দেখতে ইচ্ছে করে চোখের
আমি স্বপ্নকে বলে রেখেছি সুযোগ পেলেই যেন টিকিট কেটে রাখে। কি হয়েছে জানো আজ সকাল থেকেই শুরু হল বৃষ্টি। এ বৃষ্টিতে ককটেলগুলো জমে গেল ঠান্ডায়। মোটা পেট টা নিয়ে উড়ে এসেও ঠিক পড়ে রইলো জলে। ফিরতি টিকিট কাটা হয়নি এখনো। তোমাকে কখন দেখবো ?
২.
কয়েকটা পুলিশ ভ্যান নিঃশব্দে নিজেদের বাঁচিয়ে নিচ্ছিলো তাপ থেকে। কদিন আগে আশরাফ স্যার কে খুব পিটিয়েছে ছাত্রলীগের পোষা টম জনি। আমাদের লিটন মদের বোতল হাতে টলতে টলতে বলেছে গায়ে হাত লাগলে পুলিশেরো কাপড় চোপড় থাকবেনা। আমরা মানব বন্ধন করলাম খরতাপে লাগালাম কালো ব্যাচ। তারপর পুলিশের মত গা বাচিয়ে বাচিয়ে আজ খুব বৃষ্টিতেও অফিসে গিয়ে মুড়ি মাখা খেলাম। আশরাফ স্যারের পিঠে এখন একশো দুইটা সেলাই। উনার পিঠ চাপড়ে দিয়ে গেলো বুলবুল।