সে, মানে পাশাপাশি দুটো লাল রঙের চেয়ার।
পায়ের কাছে পাখির বাসা ;
পাখির পায়ের কাছে ফুলের নকশা!
মুখের সামনে আদিগন্ত সরল বেড়া,
ঊষাকরুন আম বাগান, কামরাঙার ঝোপ!
সে, মানে বেড়ার ওপারে পদ্মার জল।
দু একটা নৌকোর ডাক।
রূপার বৈঠা-
হৃদয়ে জলের , হৃদয়ে কাদার থাক ! জীবন্ত মাছ!
সে, মানে মাথার উপরে মেঘের আকাশ
বুকের মধ্যে দুরুদুরু, বৃষ্টির বাস।
পাতাদের ছাদে চড়ুইয়ের রাজ---
মানুষ সমাজ!
সে মানে বিচ্ছেদের আগে একটি চুমু!
সে মানে হাতে তুলে রাখা সুদর্শন পোকা...
স্বপ্ন সময়ে বিকেলের ঘুম!
কবিতায় উৎসর্গ পাতা থাকতে নেই। কবিতা সবার জন্য। তবু কখনো কখনো বিশেষ কোনো কবিতা বিশেষ মানুষ কে দিয়ে দিতে ইচ্ছে করে। তবে এটা বিশেষ কবিতাটি নয়! খুব সাধারন ! তাই কাউকে দেবনা।


সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:১৫