মেসবাহ য়াজাদের পোস্ট (Click This Link) পইড়া মনে পইড়া গেল।
মাধ্যমিক আর উচ্চমাধ্যমিকে পড়ার সময় আমি প্রচুর কবিতা লেখলাম। একসময় কবিতা লেখার সাথে যুক্ত হইলো গল্প। নানা কিসিমের আবজাব লিখে খাতা ভরায়া ফেললাম। যা পাই তাই নিয়া বেহুঁশের মতো লিখি। এই কইরা মেলা খাতা ও কাগজ জমা হইলো।
বেহুঁশ পরিস্থিতি থেকে হুঁশ হইলো কোনো এক বিখ্যাত লেখকের লেখা পইড়া। তিনি কইছেন, নিজের সমালোচনা করতে না পারলে লেখক হইতে পারবা না। নিজের খারাপ লেখার সমালোচনা করতে শেখো। আমি বইসা পড়লাম। লেখা পড়ি আর দেখি হয় নাই। ভাল লাগে না। একদিকে ভাল আরেকদিকে খারাপ লেখা জমা করি। শেষ পর্যন্ত যা দাঁড়ায় তাতে দেখা যায় ভাল লেখা তিন চারটা বাকীগুলা খারাপ লেখা।
তো এই খারাপ লেখার জন্য প্রেম কইরা লাভ কী?
এইগুলারে আগুনে দিতে পারি, পানিতে ফেলতে পারি। কত কীই না করা যায়। আমার বিষয়বুদ্ধি থেকে রাস্তা থেকে এক কাগজঅলারে ডাইকা বাতিল লেখাগুলা বেচার উদ্যোগ নিলাম। বাসার সবাই অবাক! ভাবছে আমার মতি হইছে। লেখা ছাইড়া এবার পড়াশুনায় মন দিবো।
আমি কোনো কথা না বলে, পাল্লার দিকে তাকায়া থাকি।
সাকুল্যে ২ কেজি হইলো। তখন এক কেজি কাগজের দাম ছিল ছয় টাকা।
দাম হইলো ১২ টাকা।
লেখালেখি করে ওইটাই ছিল আমার প্রথম আয়।