প্রথম ঘটনাঃ
শ্রীলংকানরা ভেবেই বসেছিলো যে আজ তারাই জিতে যাবে, বাংলাদেশ হেরে যাবে। এ উপলক্ষে তারা অনেক প্রস্তুতিও করে রেখেছিলো। যেমন, আমন্ত্রিত অতিথিদের গাড়িতে শ্রীলংকা-ইন্ডিয়া ফাইনাল খেলার স্টিকার লাগিয়ে দেয়া। গতকালকের ম্যাচ শুরুর আগেই এমন অনেক স্টিকার গ্যালারির আশেপাশে ও আমন্ত্রিত অতিথিদের গাড়িতে লাগানো হয়েছিলো, যেখানে দেখা যাচ্ছে INDIA vs SRI LANKA T20 Final on 18th march লেখা।
এটা অনেক দুঃখজনক একটা ঘটনা এবং লজ্জাজনক ব্যপার। খেলা হওয়ার আগেই ফলাফল ঠিক করে রাখা এবং স্টিকার ছাপানো একটা গর্হিত কাজ বলেই মনে করি। এটা দ্বারা যে বাংলাদেশকে অপমান করা হয়ে তা সামাজিক মাধ্যমগুলোতে এর প্রতিক্রিয়া দেখলেই বোঝা যায়।
দ্বিতীয় ঘটনাঃ
গতকালকের ম্যাচে সবগুলো আম্পায়ারই ছিলো শ্রীলংকান, একজনও বাইরের কেউ ছিলো না। এমনকি ম্যাচের শেষের দিকে আম্পায়ারদের অপেশাদারিত্বমুলক আচরণ দেখে ক্রিকেট প্রেমীরা হতাশ হয়েছেন।
খেলার শেষের দিকে নো বল বিষয়টা নিয়ে আম্পায়াররা অসাদাচরণ করেছেন, যার জন্য সাকিব আল হাসান ম্যাচ প্রত্যাহার করে নিতে ধরেছিলো।
তৃতীয় ঘটনাঃ
যুদ্ধ-ত্যাগে কালকের ম্যাচটা অবিশ্বাস্য আনন্দের সাথে জয় পেলো বাংলাদেশ। পুরো বাংলাদেশ যখন এই সেলিব্রেশনে মত্ত এবং ক্রিকেটাররা আনন্দে বিভোর ঠিক তখন শ্রীলংকান সাপোর্টাররা টাইগার্সদের ড্রেসিংরুমে ভাঙচুর চালায়। জানালার কাঁচ ভেঙে ফেলে, ঢিল ছোড়ে!
চতুর্থ আরেকটি ঘটনা গত শনিবারের রেকর্ড ম্যাচের। যেটাতে শ্রীলংকার সাথে আমরা রেকর্ড রান চেজ করে জিতলাম। কিন্তু সেখানেও জেতার পরে বাংলাদেশী সাপোর্টারদের উপর বর্বরভাবে হামলা চালায় শ্রীলংকানরা! মারধোর করে বাংলাদেশীদের।
এই কয়েকটি ঘটনাকে আমরা হয়ত বলবো লংকানদের অতি উত্তেজনার ফল কিংবা তাদের খেয়ালিপনা। খেলাচ্ছলে উত্তেজিত হয়ে এসব করেছে তারা।
কিন্তু যদি অন্যভাবে দেখি ঘটনা কয়েকটিকে তাহলে সহজেই মেনে নিতে পারবোনা এসব ফ্যাক্ট। ক্রিকেটে অসদাচরণ কিংবা সমর্থকদের উপর হামলা খুব কমন ব্যপার কিনা তা জানিনা। কারণ খেলা একটু কম দেখি আমি। কমন হোক কিংবা না, এসব আচরণ বরদাস্ত করা দেশের পক্ষে লজ্জাজনক। যেখানে ফাইনালে একটা পুরো দলকে গুণতিতে ধরা হয়না, যেখানে বিজয়ী দলের সমর্থকদের উপর হামলা করা হয়, হামলা করা হয় খেলোয়ারদের ড্রেসিংরুমে সেখানে আমাদের এই দেশকে হেয় করা হয়, অপমান করা হয়। আমরা মুখ বুজে বসে থাকি।
বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ দলের অপমান আজ নতুন নয়। এর আগেও অনেক ক্ষেত্রে এদেশকে হেয় করা হয়েছে, ছোট করা হয়েছে। তবে আমাদের ভরসা টাইগার্রা এর জবাব ব্যাটে বলে দিচ্ছে, এটা আমাদের একমাত্র পাওয়া। বিসিবি কিছু করবে বা দেশ প্রতিবাদ জানাবে সে আশা খুব কমই করে বিডিক্রিকেট সাপোর্টাররা।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩৪