তেমোন বিধান থাকে যদি জন্ম নেবার দ্বিতীয়বার
আমার জন্ম হোক বেশ্যাল্যয়ে
এক কুমারী মাতার গোপন কোঠায় দেখবো প্রথম পৃথিবীর মুখ।
হয়তো তখোন হবো তেমোন পুরুষ
মুখোশ খুলে দাঁড়ালে পৃথিবী
সভ্যতার পংকিল উপকরণ দেখে লজ্জা লজ্জা বলে
লুকাবো না চোখ হাতের আড়ালে
বহুবিধ রক্তের সংমিশ্রণে হয়তো তখোন হবো
তেমোন পুরুষ
আলেমের মুখোশ খুলে হাসলে
ধূর্ত শেয়াল
হবো না অবাক।
তেমোন বিধান থাকে যদি জন্ম নেবার দ্বিতীয়বার
আমার জন্ম হোক প্রমোদবালার জঠরে
হয়তো তখোন হবো তেমোন পুরুষ
রাজনীতির ভন্ডামী দেখে
অন্যায় অন্যায় বলে প্রতিবাদে হবো না মুখর
হবো পৃথিবীর সুযোগ্য পুরুষ।