সরকারি সার্ভিস রুল অনুযায়ী সরকারি চাকুরীতে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীগণ এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণ তাদের সার্ভিস রুল অনুযায়ী কোন রাজনৈতিক কর্মকান্ডে অংশ গ্রহণ করতে পারে না । কোন রাজনৈতিক দলের মিছিল এবং সমাবেশেও যোগদান করতে পারে না । যদি যোগদান করে তাহলে সেটা হবে শৃংখলা ভঙ্গজনিত কাজ এবং এ কাজের জন্য তাদের বিরুদ্ধে যথাযথ Disciplinary action নেয়া যাবে এবং Disciplinary action নেয়াই সংগত হবে । দলগতভাবেতো নয়ই, ব্যক্তিগতভাবেও কেহ এরূপ কর্মকান্ডে অংশ গ্রহণ করতে পারে না ।
কর্মকর্তাদের সংগঠন হলো ওয়েলফেয়ার সংগঠন, ট্রেড ইউনিয়ন নয় । সুতরাং ট্রেড ইউনিয়ন যা করতে পারে তারা তাও করতে পারে না । তারা তাদের চাকুরীগত সুযোগ সুবিধা, বিভিন্ন সমস্যা ইত্যাদি বিষয়ে কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করতে পারে, সমস্যার সমাধান করতে পারে, সুযোগ সুবিধা আদায় করতে পারে । তারা কোন রাজনৈতিক দলে যোগদান করতে পারে না, কোন দলের সদস্য হতে পারে না । যদি যোগদান করে তাহলে তা হবে শৃংখলা বিরোধী কাজ ।
অন্যদিকে কর্মচারীগণ ট্রেড ইউনিয়নের সদস্য হতে পারে, ট্রেড ইউনিয়নের সদস্য হিসাবে কোন শ্রমিক সংগঠনের সদস্যও হতে পারে । ট্রেড ইউনিয়নটি কোন শ্রমিক সংগঠনের এপিলেটেডও হতে পারে । কিন্তু কোন রাজনৈতিক দলের সদস্য হতে পারে না । কোন রাজনৈতিক দলের এপিলেটেড হতে পারে না । তারা শ্রমিক রাজনীতি করতে পারে । কিন্তু কোন রাজনৈতিক দলের দলীয় রাজনীতির সাথে যুক্ত হতে পারে না । তাদের শ্রমিক সংগঠন (যে শ্রমিক সংগঠন দ্বারা তারা এপিলেটেড) যদি কোন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হয়ে থাকে তাহলে ঐ শ্রমিক সংগঠন যদি ঐ রাজনৈতিক দলের মিটিং, মিছিল (শোভাযাত্রা), আন্দোলনে আংশ গ্রহণ করে তাহলে তারা (সরকারি কর্মচারীগণ, তাদের ইউনয়ন) অংশ গ্রহণ করতে পারে না । যদি করে তাহলে তা হবে শৃংখলা বিরোধী শাস্তিযোগ্য কাজ ।
আজকের গণশোভাযাত্রা রাজনৈতিক দল আওয়ামী লীগের এবং ১২তারিখের মহাসমাবেশ রাজনৈতিক দল বিএনপির । অর্থাৎ দুটি রাজনৈতিক দলের । সুতরাং এ দুটি রাজনৈতিক কর্মকান্ডে সরকারি এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ তাদের সার্ভিস রুল এবং দেশের প্রচলিত আইনানুযায়ী অংশ গ্রহণ করতে পারে না । তারা জনগণের টাকায় লালিত পালিত । জনগণের কাজ ফেলে তারা যদি তা করে তাহলে তা হবে শৃংখলা ভঙ্গজনিক কাজ যা শান্তিযোগ্য অপরাধ । হয়তো কোন দিন জনগণ জেগে উঠতে পারে এবং এই অপরাধের বিচার করতে পারে । সুতরাং সাধু সাবধান ।