দু’পায়ে বেড়ি আমার
কি করে হাঁটবো আমি
অজানা অচেনা পথে সুদূরের আহবান
যতই মধুর হোক উদাসীন পথ চলা
হবে না আমার সখা
জীবনে মরণে বাঁধা
সংসার জালে আমি
খাঁচায় পোষা ময়না
সোনা বন্ধু আমার ভাসাও তোমার নাও
লাল নীল পাল তুলে বাতাসে যাও হারিয়ে
তোমার লম্বা চুল পত্পত্ ঝড় তুলে
কাঁপিয়ে দিক্ আকাশ
বুকের ভেতর নাও
খোলামেলা সমীরণ সাদা মেঘের পরশ
জুড়াও ক্লান্ত দেহ ঝলসানো যৌবন।
সংসার থিয়েটার
গোলমাল মায়াজাল
আটকা পড়েছি আমি
এক অবোধ ঝাটকা
কি করে হারাবো বলো মুক্ত পাখির দেশে
যতই আসুক ডাক। পাখা মেলে উড়ে যাও
যেদিক নয়ন যায় সোনা বন্ধু আমার
তুমিতো মুক্ত পাখি আজীবন খাঁচাহীন।