বৃষ্টিভেজা যৌবন
মফিজুল ইসলাম খান
অবিরাম জলধারা শ্রাবণ দুপুর
পাতায় পাতায় সুর ছন্দে ছন্দে
খেলায় বিভোর সব গাছ গাছালি
উতাল পাতাল মন ছলাৎ ছলাৎ
নিঠুর বন্ধু তুই লুকালি কোথায়?
ঠোঁটে ঠোঁট চোখে চোখ চাতক চাতকী
জলজ ভালোবাসায় একাকার
সোনা বন্ধু আমার
অভাগীরে একা ফেলে পরবাসে তুই
কোন্ রূপসীর প্রেমে আকুল ব্যাকুল?
শন্শন্ বায়ু বয় ঘুম নেই চোখে
নিকষ কৃষ্ণ রাত নিঠুর কালিয়া
তুষের অনলে জ্বলে আমার দেহ
উষ্ণ জলের স্রোতে কে ভাসাবে আমায়?
জলে ভেজা যৌবন
ক্ষুধায় ব্যাঘ্র যেনো
তপ্ত খাবার চায় বাড়িয়ে দুহাত
শ্যাম কালিয়া আমার কান পেতে শোন্
দরোজায় টোকা মারে পড়শী যুবক
সাগর জলের ডাক ভেসে যাবার ভেলা
আমাকে শেখালি কেনো নিষিদ্ধ খেলা?