পেটে লাথি না পড়লে নাকি কেউ আজকাল সহজে রাস্তায় নামে না। ইলেক্ট্রনিক মিডিয়া মার্কেটিং এসোসিয়েশনের (ইমা) ব্যানারে যারা রাস্তায় নেমেছেন নিশ্চয়ই তাদের পেটে লাথি পড়েছে বা পড়ার উপক্রম হয়েছে বলেই তারা রাস্তায় নেমেছেন বিদেশী চ্যানেলের আগ্রাসন এর বিরুদ্ধে।
দেশের বিভিন্ন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের মার্কেটিং বিভাগসহ বিভিন্ন বিভাগের কর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন। তাদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন মিডিয়া অঙ্গনের শিল্পী, কলাকুশলী, নাট্যকার, পরিচালক, প্রযোজকরা। তাদের দাবীগুলো হলো:
* দেশের টাকায় বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রদান বন্ধ করা;
* বাংলাদেশি চ্যানেলগুলো ১ থেকে ২৫ এর মধ্যে প্রচার করা;
* বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারের নামে মুদ্রা পাচার বন্ধ;
* বিদেশি চ্যানেল বন্ধ করে বাঙ্গালী সংস্কৃতি রক্ষা করা;
* বিদেশি চ্যানেলের জন্য বিকল্প ফিড প্রচার করে বিজ্ঞাপন প্রচারের নামে প্রতারণা বন্ধ করা ইত্যাদি।
সূত্র: http://bangla.samakal.net/2015/12/01/177075
খুবই ভালো কথা। সাধুবাদ জানাই। নিজের পেটের দাবীতে হলেও তো তারা রাস্তায় নেমেছেন!
তারা প্ল্যাকার্ডে শ্লোগান লিখেছেন- স্টপ কালচারাল অ্যাগ্রেসন, ব্লক রেভিনিউ ট্রান্সফারিং ইত্যাদি।
যে বিদেশী দেশের চ্যানেল গুলোতে বিজ্ঞাপনের বিরুদ্ধে তারা রাস্তায় নেমেছেন, সে দেশের আগ্রাসন তো বহুমুখী- সাংস্কৃতিক আগ্রাসন শুধু তো বিজ্ঞাপনের মধ্যে দিয়ে না। নাটক চলচ্চিত্র গান ইত্যাদি বহু কিছুর মধ্যে দিয়েই তো সাংস্কৃতিক আগ্রাসন চলছে। শুধু সাংস্কৃতি আগ্রাসনই তো না- রাজনীতি অর্থনীতিতেও ঐ বিদেশী দেশের আগ্রাসন। মিডিয়ার লোকজন থেকে শুরু করে দেশের বুদ্ধিজীবি মহল পর্যন্ত সবাইতো এগুলোকে বন্ধুত্বের উপহার বলে উপভোগ করে আসছে।
এখন নিজেদের পেটে লাত্থি পড়েছে, তাই রাস্তায় নেমেছেন। তাও ভাল, আপনাদের ভাষায় 'মন্দের ভালো'!
পত্রিকার রিপোর্ট পড়ে অবশ্য খুব ভালো বোঝা গেল না লাত্থি কত জোড়ে লাগছে- বিদেশী চ্যানেলে ঠিক কত টাকার বিজ্ঞাপন দেয়া হচ্ছে, কোন পণ্যের বিজ্ঞাপন কত টাকার, কত টাকা পাচার হচ্ছে ইত্যাদি তথ্য গণমাধ্যমে বিস্তারিত আসা দরকার।
আবার প্রশ্ন উঠতে পারে, বিদেশী চ্যানেলে দেশীয় পণ্যের বিজ্ঞাপন না দিলে বিদেশে ঐ পণ্যের প্রচার কিভাবে হবে? বিদেশী পণ্যের বিজ্ঞাপনকি দেশীয় চ্যানেলে প্রচারিত হয় না? তখন যদি দেশীয় পণ্যের মালিক আপনাদেরকে বলে আপনারা বিদেশী পণ্যের বিজ্ঞাপন প্রচার করবেন না, আপনারা কি শুনবেন? পণ্যের বিক্রেতা তো তার পণ্যের প্রসারের চিন্তাই করবে. . বিদেশী চ্যানেলে বিজ্ঞাপন দিলে যদি বিদেশে তার বাজার বড় হয় এবং একই সাথে যেহেতু দেশেও ঐসব চ্যানেলের দর্শক থাকে তাহলে পণ্যের মালিক তো চাইবেই এক ঢিলে দুই পাখি মারতে। পণ্যের বিক্রেতা কেন দেশী চ্যানেল ও বিজ্ঞাপন নির্মাতাদের ক্ষতির কথা ভাবতে যাবে? দেশী চ্যানেল গুলো কি বিদেশী পণ্যের বিজ্ঞাপন দেয়ার ক্ষেত্রে তা দেশীয় পণ্যের জন্য ক্ষতিকর হলো কি হলো না সেই বিবেচনা করে? বিজ্ঞাপন নির্মাতারা কি বিজ্ঞাপন নির্মাণের সময় দেশী পণ্য/বিদেশী পণ্য এই পার্থক্য করে?
বিদেশী চ্যানেলে দেশীয় পণ্যের বিজ্ঞাপন বন্ধ করার আন্দোলন সফল করতে হলে এই প্রশ্নগুলোর মীমাংসা করা দরকার।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৬