ফ্রিতে একখান ৫০০জিবি হার্ডডিস্ক পাইলাম ল্যাপটপ ব্যাবহারকারীদের অবশ্য পাঠ্য
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আমার পিসিতে ৫০০ জিবি একখান স্যামসাং হার্ডডিস্ক লাগানো আছে কিন্তু ফ্রি স্পেস আছে সব মিলাইয়া ৩০ জিবির মতো। জায়গার অভাবে নতুন কোন কিছু কালেকশন করতে পারিনা। এর চেয়ে বেশী লোড দিলে হার্ডডিস্কই করাপ্ট করতে পারে তাই চিন্তা করতেছিলাম নতুন একটা ৫০০জিবি বা ১টেরা কিনতে হবে দ্রুতই। কিন্তু হার্ডডিস্কের বাজারে যে আগুন লাগছে তাতো কোন অবস্থাতেই নিভতাছে না। চিন্তা করি দাম কমলেই কিন্না ফালামু, প্রতি মাসেই আশায় বুক বাঁধি কিন্তু দাম কমে না। এরই মধ্যে ৩/৪ মাস আগে অফিস থিকা প্রদত্ত নতুন আসুস কোর আই৩ ল্যাপটপ এর বায়োস ক্যামনে জানি পাসওয়ার্ড লক হইয়া গেল, কোন পাসওয়ার্ড, চেষ্টা চরিত্র, যাদু মন্ত্রেই আর খোলেনা। শেষে বাধ্য হইয়া গ্লোবালে পাঠাইলাম, তারা তিন দিন পর জানাইল ৩বার ভূল পাওয়ার দিলে হার্ড ডিস্ক পারমানেন্ট লক হইয়া যায়, বাংলাদেশে এইটা ঠিক হবেনা এবং লক হওয়া হার্ডডিস্কের কোন ওয়ারেন্টি দেয়া হয় না। এটা টাইওয়ানে আসুসের হেডকোয়াট্যারে পাঠানো ছাড়া গতি নাই। এটাই শেষ কথা না, তাদের সাপোর্ট ইন্জিনিয়ার আইসা ভেটকি দিয়া বত্রিশ দাঁত বাহির কইরা কইল হার্ডডিস্ক তাইওয়ান পাঠাইতে চাইলে ডিএইচএল চার্জ এবং আসুসকে আনলক চার্জ দিতে হবে যা সব মিলাইয়া ১২,০০০/ প্লাস এবং সময় কম-বেশী ১ মাস। শুইন্যাতো আমারতো মাথায় আকাশ ভাইঙ্গা পড়ল, তার চেয়ে বড় কিছু থাকলে সেইটাই হয়তো ভাইঙ্গা পড়তো, জিগাইলাম- আমার ডাটার কি হইব??? ভেটকি দিয়া কইল কোন গ্যারান্টি নাই ৫০/৫০ চান্স, না পাওয়াই চান্স বেশী তাই ৮,৫০০ টাকা দিয়া নতুন ৫০০জিবি কিনাই ভাল।
কি আর করা অফিসরে মনের দুঃখের কথা জানাইলাম। এর পরের এক সপ্তাহ গ্লোবালের লগে ই-মেইল চালাচালি, ফোনে টকা-টকি, কিন্তু কোন লাভ হইল না। গ্লোবালেরই জয় হইল, তারা তালগাছ আমার কইয়া টাইট হইয়া বইসা আছে, নট নড়ন-চড়ন। কাজেরও অসুবিধা হইতাছে তাই অফিস কৈল কি আর করবেন, নতুন হার্ডডিস্কই লাগান। পরে দাম-দর কইরা ৮,২০০ টাকা দিয়া নতুন হার্ডডিস্ক লাগাইলাম। যখন ডেলিভারী আনতে গেলাম তারাতো আমার পুরান হার্ডডিস্ক দিতে চায়না। তাদের নাকি দেয়ার নিয়ম নাই। আমি কইলাম আপনের নিয়মের গুষ্টি কিলাই, আপনেরাতো আমারে কোন ওয়ারেন্টি দেন নাই, আমার টেকা দিয়া আমি নতুন হার্ডডিস্ক লাগাইছি, পুরানটা আমারে বুঝাই দেন, আমার অফিসে পুরানটা জমা দিত হইব। তারপরে অনেক্ষণ দেন-দরবার করার পর ভিতর থিকা একটা ৫০০জিবি হার্ডডিস্ক আইনা হাতে ধরাইয়া দিয়া কইল এইটাই আপনের।
যাই হোক, নিজের আবার এক্টু যন্ত্রপাতি লইয়া গুতাগুতির অভ্যাস আছে, তাই চিন্তা করলাম পুরানটা একটু লাগাইয়া দেখি কি অবস্থা। লাগাইয়াতো আমি পুরা টাস্কি!!! হার্ডডিস্ক পুরাই ওকে, কিন্তু কোন ডাটা নাই তারপরেও মনের সন্দেহ যায় না। আমি আবার পুরা পার্টিশন ভাইঙ্গা নতুন কইরা উইন্ডোজ সেটাপ দিলাম। কোনই সমস্যা নাই, দৌড়াইয়া চলতাছে
এখন পুরানটা নিয়াও অফিসেরও কোন মাথাব্যাথা নাই তাই আমিও একখানা হার্ডডিস্ক কেস যোগার কইরা ফ্রিতে পুরানটারে ৫০০জিবি পোর্টেবল ড্রাইভ বানাইয়া ফেলাইলাম। আমার হার্ডডিস্ক সমস্যার সমাধান হইয়া গেল।
সারমর্মঃ অতিরিক্ত নিরাপত্তার জন্য ল্যাপটপে বায়োস এবং হার্ডডিস্ক ২ ধরণের পাসওয়ার্ড দেয়ার অপশন থাকে। যদি পাসওয়ার্ড দিয়ে ভূলে যান এবং ৩বার ভূল পাসওয়ার্ড প্রবেশ করান তাহলে বায়োসের ক্ষেত্রে নতুন মাদারবোর্ড কিনতে হবে এবং হার্ডডিস্ক লক হলে নতুন হার্ডডিস্ক কিনতে হবে।
৩৪টি মন্তব্য ২৬টি উত্তর
আলোচিত ব্লগ
কমলার জয়ের ক্ষীণ ১টা আলোক রেখা দেখা যাচ্ছে।
এই সপ্তাহের শুরুর দিকের জরীপে ৭টি স্যুইংষ্টেইটের ৫টাই ট্রাম্পের দিকে চলে গেছে; এখনো ট্রাম্পের দিকেই আছে; হিসেব মতো ট্রাম্প জয়ী হওয়ার কথা ছিলো। আজকে একটু পরিবর্তণ দেখা... ...বাকিটুকু পড়ুন
বিড়াল নিয়ে হাদিস কি বলে?
সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী
বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন