আমার মেয়ে সারাহ। বয়স ২ বছর ৬ মাস। গত ২১ তারিখ বাসায় ছোট ভাইয়ের ছেলে রাইয়ানের ২য় জন্ম দিন। এ উপল ক্ষে বাসার ছাদে বারবিকিউয়ের আয়েজন। এরই এক ফাকে আমার মেয়ে ৎকেরো সিন তেল খেয়ে ফেলে। বাসার সবাই হতবুদ্ধি অবস্থা। আমার ডাক্তার বন্ধু শুভ,রুবেল এর সাথে পরামর্শ করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাই। জরুরী বিভাগ হইতে সঙ্গে সঙ্গে ভর্তি করার জন্য বলে এবং মেয়েকে ভর্তি করাই। ভর্তি করার সময় ভারতীয় চল চিত্র মুন্নাভাই এমবিবিএস এর কথা মনে পরছিল বিশেষভাবে। রোগীর অবস্থা সিরিয়ার ডাক্তার ফরমের পর ফরম পূরণ করতে ছিল। আজব ফরম পুরন আগে না রুগির সেবা আগে।বুঝতিছিলাম না। আল্লাহকে ডেকে যাচ্ছি। অবশেষে ভর্তি তাও আবার এক বেডে ২ থেকে ৩ জন থাকতে হবে। হাসপাতালের বেড,বুছতেই পারঝেন সাইজ খানা। আল্লাহ ভরসা । তাতেই রাজি।চিকিৎসা তো শুরু হোক। হলো শুরু চিকিৎসা ।মেয়ের হাতে কেনোলা পরানো হলো বেশ কিছু রক্তপাতের পর এরপর স্যালাইন চলবে ৮০০ িমঃগ্রাঃ সঙ্গে এন্টিবায়োটিক।থাকতে হবে ৫-৭দিন।মেয়েটা নির্জীব হয়ে পড়ে আছে।তবে ডাক্তার এবং সিষ্টার থাকে সব সময়। চিকিৎসা আলহামদু ল্লিাহ ভালে। রাত টা কেটে গেল কোন রুপ বিপদ ছাড়াই। পরের দিন সকালে এক্সরে পরীক্ষা। কারন রোগীর লাংস ক্ষতিগ্রত্থ কিনা পরীক্ষা করা। সকালেই এস্করে করার পর রিপোর্টটা ১ ঘন্টার ভিতরে দিয়ে দেয় এবং ডাক্তার দেখাই। ডাক্তার এক্স রিপোট দেখার পর ভাল রেজাল্ট পায়। তাই আমরা আর দেরী না করে বাসায় ফিরে আসি। আমার মেয়ে ইনশাল্লাহ এখন সুস্থ আছে। অসম্ভব চঞ্চল। সবাই সাবধান থাকবেন এ রকম পরিস্থিতিতে ধৈয্য হারা হবেন না।সবাই ভাল থাকবেন।

আলোচিত ব্লগ
প্রিয় কন্যা আমার- ৭৪
প্রিয় কন্যা আমার-
ফারাজা, তুমি কি শুরু করেছো- আমি কিছুই বুঝতে পারছি না! রাতে তুমি ঘুমানোর আগে ঘুমানোর দোয়া পড়ে ঘুমাতে যাও। প্রতিদিন তোমার মুখে ঘুমের দোয়া শুনতে... ...বাকিটুকু পড়ুন
তুমি আমি আর আমাদের দুরত্ব
তুমি আর আমি
দুই বিপরীত মেরুতে দাঁড়িয়ে,
নেই কোন লোভ চুম্বনের ,
ছোঁয়ারও কোন প্রয়োজন নেই
অথচ প্রতিটি নিঃশ্বাসে কেবলি তুমি।
তোমার হাসি সুবাসিত নয়,
কিন্তু সে আমায় মাতাল করে
যেন তরংগ বিহীন কোন সুর বাজে
মন্থর বাতাসে,... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। নববর্ষের শোভাযাত্রা নাম বদল করছি না, পুরোনো নাম–ঐতিহ্যে ফেরত যাচ্ছি: ঢাবি উপাচার্য
পয়লা বৈশাখে ফি বছর চারুকলা অনুষদ আয়োজিত মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেছেন, ‘আমরা নাম পরিবর্তন করছি না। আমরা পুরোনো নাম... ...বাকিটুকু পড়ুন
পহেলা বৈশাখ ও আনন্দ শোভাযাত্রা: বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন
পহেলা বৈশাখ বাঙালির জীবনে একটি সর্বজনীন উৎসব, যা শুধুমাত্র বাংলা নববর্ষের সূচনা নয়, বরং বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার এক জ্বলন্ত প্রতীক। এই দিনটির সঙ্গে জড়িত আনন্দ শোভাযাত্রা, যা... ...বাকিটুকু পড়ুন
'৭৪ সালের কুখ্যাত বিশেষ ক্ষমতা আইন বাতিল এখন সময়ের দাবী !
বিগত আম্লিক সরকারের আমলে যে কুখ্যাত আইনের অপব্যবহার করে প্রতিপক্ষকে কোনো অভিযোগ ছাড়াই আটক করে গায়েব করার চেষ্টা চলতো তা হলো ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন। এই আইন ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন