ক্রিসমাস এর লম্বা ছুটিতে রোভানিয়ামি যাবার প্ল্যান করলাম। সাথে কেউ যেতে রাজি না হওয়ায় একা ই ট্রেনে চেপে বসলাম, গন্তব্য ৭০০ কিমি দূরের রোভানিয়ামি মনে করা হয় santa claus ঐখানে বসবাস করে। তবে আমার যাবার উদ্দেশ্য Reindeer, Aurora আর Ice hotel দেখা। বিকাল নাগাদ পৌছে গেলাম রোভানিয়ামি
মাসুদ ভাই এর বাসায় রাত কাটালাম। দিনের আলো মাত্র ৩ ঘন্টার জন্য, দিন শুরু না হতেই শেষ হয়ে গেল। রিয়াদ ভাই এর গাড়ি করে santa park এ গেলাম। দেখা মিলল Reindeer এর
টেবিল
তাদের বিশ্বাস santa claus বসে বসে পৃথিবীকে ঘুড়ায়