ব্যাংক জব , বিসিএস, আইবিএ-এমবিএ, বিআইবিএম-এমবিএম, ঢাবির ইএমবিএ , জিম্যাট এবং জি আর ই যাদের টার্গেট তাদের জন্য গনিতের এক বছরের গাইডলাইন ...
আপনি যদি গনিতে দুর্বল হন তবেঃ
প্রথম স্টেপঃ
প্রথম শ্রেনীর গনিত বই - ১ দিনে শেষ করুন।
২য় শ্রেনীর গনিত বই - ২ দিনে শেষ করুন।
৩য় শ্রেনীর গনিত বই - ৩ দিনে শেষ করুন।
৪র্থ শ্রেনীর গনিত বই - ৪ দিনে শেষ করুন।
৫ম শ্রেনীর গনিত বই - ৫ দিনে শেষ করুন।
৬ষ্ট শ্রেনীর গনিত বই - ৬ দিনে শেষ করুন।
৭ম শ্রেনীর গনিত বই - ৭ দিনে শেষ করুন।
৮ম শ্রেনীর গনিত বই - ১৬ দিনে শেষ করুন।
রিভাইজ-১৪ দিন।
= মোট ২ মাস।
২য় স্টেপঃ
৯ম -১০ম শ্রেনীর পরিমিতি বই - ৭ দিনে শেষ করুন।(১৩.১-১৩.৭)
৯ম -১০ম শ্রেনীর ত্রিকোনমিতি বই - ৩ দিনে শেষ করুন। (১২.১,১২.২,১২.৩)
৯ম -১০ম শ্রেনীর জ্যামিতি বই - ১০ দিনে শেষ করুন।
৯ম -১০ম শ্রেনীর বীজগনিত বই - ১৮ দিনে শেষ করুন। এক অধ্যায়ের জন্য ২ দিন করে।
৯ম -১০ম শ্রেনীর অংক বই - ৭ দিনে রিভাইজ করুন।
=মোট ৪৫ দিন
আপনি যদি গনিতে মিডিয়াম মানের হন তবেঃ
১.আরিফুর রহমানের বিসিএস শর্টকাট ম্যাথ/ ব্যাংক জব-এমবিএ ম্যাথ বইটি ৩০ দিনে শেষ করুন।
২.ওরাকল বিসিএস গনিত গাইডটি শেষ করুন ৩০ দিনে ।
আপনি যদি গনিতে মিডিয়াম থেকে একটু ভাল মানের হন তবেঃ
১.সাইফুর'স ম্যাথ বইটি ৩০ দিনে শেষ করুন । ১৫ অধ্যায় আছে । এক অধ্যায়ের জন্য ২ দিন করে।
২.সাইফুর'স জ্যামিতি বইটি ৪৫ দিনে শেষ করুন । এভাবে রুটিন করে নিতে পারেন>>
টেস্ট-১----৮ পর্যন্ত ১৬ দিনে শেষ করুন।
২৮--৩৪ পর্যন্ত ৭ দিনে শেষ করুন।
৩৫ পর্যন্ত ১দিনে শেষ করুন।
অনুশীলনী ১-৪ পর্যন্ত ৮ দিনে শেষ করুন।
সুত্র ১-২২ পর্যন্ত ৫ দিনে শেষ করুন।
রিভাইস ৮ দিন।
মোট ৪৫ দিন।
যারা নিজেকে গনিতে ভাল মনে করেন
১. সাইফুর'স আইবিএ এর এমবিএ প্রশ্নপত্র ও সমাধান গাইড থেকে আইবিএ-এমবিএ, বিআইবিএম-এমবিএম, ঢাবির ইএমবিএ এর গনিত প্রশ্ন প্র্যাকটিস করুন।
৩০ দিনে শেষ করুন ।
২. GRE, GMAT, SAT এর Math গুলো দেখুন ও practice করুন। সময় ১ মাস।
৩. আরিফুর রহমানের "জিআরই প্র্যাকটিস ম্যাথ " বইটি থেকে ম্যাথ প্র্যাকটিস করুন। সময় ১ মাস ।
ওয়ান মানথ ফর রিভাইস অব অল ম্যাথ।
এভাবে যদি ফলো করা যায় তবে সফলতা আসবেই। কারো কাছে আরও ভাল সাজেশন থাকলে শেয়ার করুন