উইন্ডোজ ৮ এর ফিচার এবং লুকের জন্য অনেক সাড়া পেয়েছে। রিলিজ হওয়ার প্রথম ৩০ দিনে ৪০ মিলিয়ন কপি বাজারে বিক্রি হয়েছে। এর কারণ হল উইন্ডোজ ৮ এর ইন্টারফেস।
আপনি যদি উইন্ডোজ ৮ এর ফ্যান হয়ে থাকেন তাহলে আপনার ব্লগকেও সাজান উইন্ডোজ ৮ এর রুপে। আমি একটা উইন্ডোজ থিম দিব যা দেখতে উইন্ডোজ ৮ এর মত এবং উইন্ডোজ ৮ এর ফিচারগুলোর সাথে এক্সট্রা কিছু ফিচার আছে। থিমটি দেখতে ক্লিন এবং ইউজার ফ্রেন্ডলি। থিমের নাম হচ্ছে প্রেস।
এক্সট্রা যেসব ফিচারগুলো পাবেনঃ
১. রেস্পন্সিভ। যেকোন ডিভাইসে সাইট নিজেকে মানিয়ে নিবে।
২. জেটপ্যাক কমেন্ট সিস্টেমের সাথে সামঞ্জস্যপূর্ণ।
৩. পেজ খুব দ্রুত লোড হবে।
৪. ড্রপডাউন মেন্যু সুবিধা।
৫. ওয়ার্ডপ্রেসের সমস্ত ফিচারের সাথে সামঞ্জস্যপূর্ণ।
থিমের ডেমো দেখুন
থিমটি ডাউনলোড করুন
ডোমেইন হোস্টিং অফারঃ টপ লেভেল ডোমেইন + ১ জিবি হোস্টিং = ১৫০০ টাকা
ওয়েবসাইটঃ http://hostingfair.com/
সাপোর্টঃ support@hostingfair.com
হটলাইনঃ ০১৬৭৩১৮২৫৭৪
১. ১৫ ই জুন, ২০১৩ রাত ১:১৪ ০