দয়া করে ভালভাবে পড়ুন এবং পরামর্শ দিন.................
ঢাকার বাইরের একজনের কাছ থেকে মাছ নিতে চে্ষ্টা করতেছি। যিনি মাছ দেবেন, তিনি নিজে মাছ ধরেন ( স্বচক্ষে দেখা) কিন্তু তারা এজন্য ৫০,০০০/-টাকা অগ্রিম চাচ্ছেন, ( এটাকে তারা দাদন বলেন)।
এখন এই অগ্রিম টাকা না দিলে তারা আমার জন্য ঢাকা্য মাছ পাঠাবেন না। ( কারন তারা যে মাছ ধরেন সেই মাছ স্হানীয় মাছ ব্যবসায়ীরা তাদের কাছে গিয়ে নগদ টাকায় কিনে নিয়ে যায়। এটাও নিজের চোখে দেখা )।
এখন যদি চুক্তি করতেই হয় কিভাবে চুক্তি করতে হবে? আর তারা যদি চুক্তির বরখেলাফ করে, তাহলেও আমার কিছু করার থাকবে না.....কারন তাদের এলাকয় ( ময়মনসিংহ/ নেত্রকোনা) গিয়ে তাদের সাথে কিছুই করতে পারব না। তার উপর এই মাছের সোর্স যার মাধ্যমে পেয়েছি, সে ঐ এলাকার চেয়ারমানের ছেলে, যিনি মাছ সাপ্লাই দেবেন তার সাথে সেও জড়িত থাকবে।
আমার এক বন্ধু ঐ এলাকার লোকদের ব্যাপারে কঠিনভাবে সতর্ক করে দিয়েছে........... .......।এখন কিভাবে কি করব বুঝতে পারছি না।
....................
waiting for an advice................plzzzzzzzzzzzzzzzz