আমি জীবনে কম কাহিনী শুনিনি টাকার অভাবে ফর্ম ফিলাপ করতে না পারা প্রসংগে। এটি একটি চরম মানবিক সমস্যা, কারন একজন শিক্ষার্থীর জন্য কারো কাছে হাত পাতাটা লজ্জার আর গ্রামের দিকে তো সাহায্য পাওয়াটাও কঠিন। আমরা কি একটা চ্যারিটি (ভার্চুয়াল) প্রোগরামের আয়োজন করতে পারি যেখানে আমরা যেকোন রকম সাহায্য (সাহায্য, দান, যাকাত, মানত এগুলি মাজারে না দিয়ে এরকম কাজে দিলে খোদা বাশি খুশি হবেন নিশ্চিত) অনলাইন বা ব্যাংক একাউন্টে নিয়ে একটা ফান্ড করব? স্কুল কর্তৃপক্ষ ঐ পোর্টালে শিক্ষার্থীর জন্য আবেদন করতে পারবে এবং আমরা টাকা স্কুল অথরিটির কাছে পৌছে দিব।
ট্রান্সপারেন্সী, প্রসেস, ভেলিডেশন নিয়ে অনেক কিছু প্ল্যান করা যায় কিন্তু প্রাইমারী প্লানটা নিয়ে সবার মতামত জানতে চাচ্ছি।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫২