আজ আমরা এতোটাই সুখে আছি যে দুঃখ কি জিনিষ কতো প্রকার ও কি কি হাড়ে হাড়ে টের পাচ্ছি ।
গ্যাস থাকে না কিন্তু সঠিক ভাবে গ্যাসের বিল দিচ্ছি , ও পার্শ্ববর্তী দেশ কে গ্যাস দিচ্ছি ও বড় বড় ইন্ডাস্ট্রি কে গ্যাস দিচ্ছি ।
বিদ্যুৎ থাকে না কিন্তু সঠিক ভাবে বিল দিচ্ছি , সাথে VIP এলাকা গুলোতে যাতে সঠিক ভাবে বিদ্যুৎ থাকে তা নিশ্চিত করছি ।
পানি সঠিক ভাবে পাচ্ছি না কিন্তু সঠিক ভাবে বিল দিয়ে যাচ্ছি , সাথে অপরিকল্পিত ভাবে ভূগর্ভ থেকে পানি তুলে পানির স্তর কে নষ্ট করে দিচ্ছি।
একে তো জ্যাম তাঁর উপর রাস্তা খোরা খুরী করে ফেলে রাখছি তারপরেও সঠিক ভাবে ট্যাক্স ও রাস্তার চাঁদা দিচ্ছি ।
লোকাল বাস এ যাচ্ছি কিন্তু সিটিং ভাড়া দিয়ে।
৫ মিনিটের রাস্তা ১ ঘণ্টায় যাচ্ছি ভাড়াও দিচ্ছি অনেক ।
পয়সায় bandwidth কিনে শত টাকায় বিক্রি করছি , সাথে আমাদের পার্শ্ববর্তী দেশর কাছে bandwidth বিক্রিও করছি , যেখানে দেশের ৮০% মানুষ উচ্চ টাকায় slow bandwidth কিন্তে বাধ্য হচ্ছে ।
এক মাত্র আমরাই প্রতি ১০০ টাকায় ২০ টাকা দিয়ে থাকি সরকারকে ।
এক মাত্র আমরাই পার্শ্ব বর্তি দেশ কে সব কিছু দেই নিঃস্বার্থ ভাবে ।
আমরাই এক মাত্র জাতি যাদের সময়ের ও টাকার কোন মূল্য নেই (যেখানে জীবনের মূল্য নেই)
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১০
১. ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১৯ ০