
স্বীকারোক্তি
একা আমি ছিলাম না কখনোই;কোন শীতল রাতে,
অজস্র তারার রাতে আমি একা হই কি করে?
তারাগুলোর প্রতিটাই তো আমার চুম্বন!
তোমার ঠোটে,কপোলে,বুকে এবং...
আমার শীতল রাতে থাকে তাই-
চুম্বনের উষ্ণতা।
একা আমি ছিলাম না কখনোই;কোন বসন্ত দিনে,
এত ফুলে গানে-গন্ধে আমি একা হই কি করে?
ফুলের গন্ধগুলোই তো পরিচিত আমার!
তোমায় হতে যা আমি পেয়েছি
আমার বসন্তে তাই পাশে থাকে-
ভালবাসার মূগ্ধতা।
একা আমি ছিলাম না কখনোই;কোন গ্রীষ্ম দুপুরে,
এই তেজদীপ্ত খরদাহে আমি একা হই কি করে?
বাতাসের প্রতিটা উত্তপ্ত নিঃশ্বাস তাই-
আমাকে আবার তোমাতে ফেরায়!
আমার গ্রীষ্ম দুপুরে তাই থাকে-
ভালবাসায় ফেরা।
একা আমি ছিলাম না কখনোই;কোন ঘন বর্ষায়,
এ ঝরঝর ধারায় আমি একা হই কি করে?
বৃষ্টির প্রতি ফোটাই তো চোখের জল!
ভালবেসে যা ঝরিয়েছো তুমি।
আমার বর্ষা রাতে থাকে তাই-
ভালবাসার ধারা।
একা আমি ছিলাম না কখনোই; প্রেমে বা অপ্রেমে!
প্রথম প্রেম
এইতো সেদিন
বাগানের সবফুল মেলে ধরলো সব রুপ,
গোলাপ ঝাড়ে শিষ দিল সাদাকালো দোয়েল,
সীমান্ত ছেড়ে লাল-নীল-সোনালী মাছগুলো-
চঞ্চল হয়ে ছুটে বেড়াল সাগরের নীল জলে ।
মনে নেই বুঝি
সে দিনইতো হঠাত পাল্টে গেল মেঘেদের রঙ
আর তারা গুলো সব নেমে এল হাতের নাগালে
বিস্ময়ে বলল, আমাদের আলো ম্লান এখানে;
ভালবাসার কাছে আমরাতো দাঁড়াতে শিখিনি!
মনে পড়ছে কি
সেদিন রাত প্রলম্বিত হলো রাতের চেয়ে বেশি!
আজ্ঞাবহের মত নির্দ্বিধায় আলো ছড়ালো চাঁদ।
সেদিনইতো জানা হলো নারী রহস্যের কতকটা;
আর জন্মালো বাকিটুকু জানার দ্বিধাহীন আগ্রহ!
সেই থেকে আমি
না ফুলের গন্ধ পাই,না শুনি দোয়েলের শিষ,
মন থেকে মুছে দিই চিরায়ত সৌন্দর্য্যবোধ।
ফুলগুলো বাগানে ফুটে কেন? জানেনা কি-
বড়বেশি বেমানান তারা;তোমার খোঁপা ছাড়া।
সেই দিন থেকে
হাজার অপ্সরিতে আমার আসক্তি নেই,
রহস্যের মানবীই অধিক শ্রেয় আমার।
এই লজ্জাবনত দৃষ্টিতে অপ্সরিরা ম্লান।
কি হলো মেয়ে,এবার তাকাও আমার দিকে!
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:০৩