এখানে একটি দূর্ঘটনা ঘটবে, এখনি
গোলাপের পাপড়ি ছিঁড়ে রক্ত বের হবে
জনতার ভিড় জমবে, ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকবে
অথচ কোন সুহৃদ এগিয়ে আসবে না, বলবে-
যে দিয়েছে ভালোবাসার জন্য নিজেকে বলিদান সে নিগৃহীত
ভালোবাসার ঘরে বাড়ছে ঋণ, কমছে তার সম্পদ
ছলায়কলায় সব কেঁড়ে নিচ্ছে অতৃপ্ত ঘৃণা, তার ঘরে উঠছে ওরা রঙ্গ নেশায়
আজ আবারও জমবে মেলা বিচারের কাড়গড়ায়,
ছিঁড়ে যাওয়া আরেকটি গোলাপের মালিকানা দাবী করবে হিংস্র পক্ষ
তারা প্রমাণ করবে-
'দেখুন শ্রদ্ধেয় মহাশয়- এই গোলাপে অবশিষ্ট কোন লাল নেই ।'
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১৬ রাত ১:০৬