আমি মিথ্যের দলে হাঁটি সত্যকে জানবো বলে
মিথ্যে অপরূপা, সত্য কর্কশ
বিষাক্ত পিদিমের ন্যায় উজ্জ্বল সে
অথচ মিথ্যে শীতল ঝরনা হয়ে মন ছোঁয়ে যায়
রহস্য বেশ গভীর, মানুষ তাই ভালবাসে তারে
মিথ্যের পৃথিবীতে বাস করে সত্যকে চাঁদ ভেবে জ্যোৎস্নায় ভিজে !
কল্পনা টেনে নিয়ে যায় বহুদূর যার অস্তিত্ব মিশে আছে অদেখা হৃদয়ে
সেখানে সদ্য জেগে উঠা একমুঠো প্রশান্তি সাজায় মিথ্যের শহর
অতঃপর সন্ধ্যা ডেকে আনে ভোর শুরু হওয়ার ক্ষণে !
আমি ঋণী হয়ে থাকি রাতের কাছে অপূরণের সঙ্গী ভেবে ।
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৬ দুপুর ১:০২