কখনো মিথ্যে বলো না তোমার সাথে, তুমি সত্য
বিশ্বাসের নেই কোন মৃত্যু
জীবন বন্ধ হয়ে যায় চোখের টুকরো টুকরো কাঁচে
কিন্তু বিশ্বাস হয়ে রইবে অমলিন, মৃত্যুর পরেও ।
যাদের রেখে যাবে তুমি তারা ধারণ করবে হৃদয়ে তোমায়
কারণ তারা জানবে তুমি ছিলে, তুমি সত্যই ছিলে-
তাদের সামনে, ভয়হীন, মিথ্যাহীন
এবং যা ঘটেছে সবই সত্য ।
জয় করতে হয় অমরত্ব জীবন্ত সত্যের অনুশীলনে
মসৃণ হৃদয়, বিশুদ্ধ ভাবনা, সুশ্রী চেতনা
এমন অমূল্যের অভিজ্ঞতা যে সুপ্ত থেকে যায় এই সময়ে !
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১৬ রাত ৮:২৬