এখানে চৈতি হাওয়ায় ফুলকে চায় প্রজাপতি,
যার প্রেমের ছোঁয়ায়
গাঁয়ের বধূ,
এলোকেশে উপচেপড়া
বনের মধু,
বকুলতলায় স্মিতহাসিনী ফলবতি,
হৃদয়মাঝে জলকে চলা মায়াবতি!
এখানে নদীর কুলে
প্রাণের পেলব,
রোদের মাঝে তোমার ঠোঁটে
হাসির ঝলক,
তোমার আচঁল মাঝে ঝির ঝিরে নতুন হাওয়া,
ভাঙ্গা-গড়ার খেলার ঝাঁজে,
সবুজ পাতার নরম ভাঁজে
স্বপ্নঘোরে নতুন করে তোমায় পাওয়া।
এখানে নদীর তীরে কাশবন,
ঢেউয়ের পরে ঢেউ,
তুমি তেপান্তরের কল্পতরু
ঘোমটা টানা বউ।
তোমার প্রাণের মাঝে চৈতি বাশিঁ
তোমার ধূসর ডগায় চৈতি হাসি
তোমার মধুর সুরে মাতোয়ারা
আমি নয় তো কেউ।
তুমি মরুর বুকে আশার প্রদীপ
তুমি গহীন কোণে সপ্রতিভ
তুমি ভালবাসার বিপ্রতিপ
যোজনস্মৃতি ভরা,
তোমার যৌবনেরই খরতাপে
আমার ফাগুন দিশেহারা।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৮