somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

সাগর শুকিয়ে যায়!

আমার পরিসংখ্যান

lehan
quote icon
জীবন যেখানে যেমন
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

Cherry in disguise

লিখেছেন lehan, ২০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৫

Bit by bit
A mysterious raison d'être builds up
In my heart
To wait for you,
Although I know
The lovely beeps in you
Have stopped calling.

You might say, 'So fool a heart!'
When you notice to carry
Each moment, too thwart
With stringing the laces,
The garland of Spanish cherry
Yet fragrance of thee idling.

The stars exchange... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৪ বার পঠিত     like!

বটের ছায়ায়

লিখেছেন lehan, ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৮

বৈশাখ মানে রুদ্র প্রতিক্ষার অন্তসভা ছেড়ে
প্রজাপতি হয়ে উড়া;
বৈশাখ মানে কাঁটাতার ছিঁড়ে
খড়তাপ শেষে নিরাময় হল খরা।

বৈশাখ মানে চৌরঙ্গির ধারে
মঙ্গলে আর বাঙ্গালি যাত্রা পালা;
বৈশাখ মানে যোজন পাখায়
এগিয়ে যাবার মেলা।

বৈশাখ মানে চৈতি কথার
রেশ থেকে উঠে পড়া;
বৈশাখ মানে লাল সাদা হোলি
সবুজে হারিয়ে যাওয়া।

বৈশাখ মানে পান্তা ইলিশ
বটের ছায়ায় পাতি;
বৈশাখ... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১০৮ বার পঠিত     like!

বাসনা বিলাস

লিখেছেন lehan, ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২২

চৈতি সকালের অভিনন্দন
তোমাকে
চৈতি বসনা রমনী,
'সৌষ্ঠব দেহবল্লরি'
মেলে ধর --চৈতালি হাওয়ায়
বসন্তের ঘুরি উড়ানো সন্ধ্যায়
চল, 'বকুলের ঘ্রাণে আকুল হই'
বিকশিত হোক সুরলহরি;
একদম সাদামাটা আহবান---

বললে তুমি, 'চৈতি হাওয়া কই পাই?'
'বকুল তো এখনও ফুটে নাই'
শিশির শূন্য শেফালি
শুধু খালি পায়ে তপ্ত বিচরণ,
শেষ অধ্যায়ে অশান্ত চৈতালি;
আমার আর্তনাত, 'চল ফুটবে সহসাই'
বৈশাখের খরতাপ এখনো অনেক বাকি।

চল, মধুময়... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১২৪ বার পঠিত     like!

চৈতি কথা--

লিখেছেন lehan, ১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৬

এখানে চৈতি হাওয়ায় ফুলকে চায় প্রজাপতি,
যার প্রেমের ছোঁয়ায়
গাঁয়ের বধূ,
এলোকেশে উপচেপড়া
বনের মধু,
বকুলতলায় স্মিতহাসিনী ফলবতি,
হৃদয়মাঝে জলকে চলা মায়াবতি!

এখানে নদীর কুলে
প্রাণের পেলব,
রোদের মাঝে তোমার ঠোঁটে
হাসির ঝলক,
তোমার আচঁল মাঝে ঝির ঝিরে নতুন হাওয়া,
ভাঙ্গা-গড়ার খেলার ঝাঁজে,
সবুজ পাতার নরম ভাঁজে
স্বপ্নঘোরে নতুন করে তোমায় পাওয়া।

এখানে নদীর তীরে কাশবন,
ঢেউয়ের পরে ঢেউ,
তুমি... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১০৩ বার পঠিত     like!

অনুবাদহীন

লিখেছেন lehan, ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৪

ভালবাসা মানে চোখে চোখ রাখা
ক্যাম্পাসে, বটতলায়
আড়ালে-আবডালে,
লেগে থাকা--গল্পের ছলে
লাজুক প্রকৃতির বুকে
ধূসর বাদামি শাখায়
কচি পাতায়
সবুজ আর লাল আভা
চোখে-মুখে স্বপ্ন আবির
যখন প্রথম দেখা।

ভালবাসা মানে নৈসর্গিক আলোছায়ায়
হিজল আর তমালের খেলা
আর দিনভর অপেক্ষা
দাঁড়িয়ে পথের পাশে,
হাতে টকটকে লাল গোলাপ,
বেগুনি পোশাকে
নরম ঘাসের বুকে
বিকেলের লাল সূর্যের নিচে
অদ্ভুত না বলা... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৮২ বার পঠিত     like!

এখানে যেমন দেখেছি

লিখেছেন lehan, ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:১৯


এখানে ভেজা জোছনায় দেবদারুর ছায়া
আদিবাসীর মতো--
ছোট্ট পাখি উড়ে গিয়ে বসে
শালগাছের মাথায়
কাছাকাছি কুয়াশা
দূরে লাল উদয় পদ্মের ম্লান আলো।
এখানে চাদর মুড়ি দিয়ে ভোর আসে
প্রকৃতি কথা কয়
কানে কানে
ঝরা পাতা গড়িয়ে যায়
তীব্র শীতে--, নাড়ির টানে।
এখানে ভোর হওয়ার আগে ঘুম ভাঙ্গে
কাঠবিড়ালি দৌড়ে যায়
উদাস প্রাণে,
টুপ করে পানিতে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৮৩ বার পঠিত     like!

নিষিক্ত পরাগ

লিখেছেন lehan, ২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩০

আকাশে মেঘ তরঙ্গ তোলে
আজ ভোরে,
নিচে এখানে শিশির একাকী
অনুভবে আমি,
আলুথালু বেশে তুমি প্রিয়তমা
কোন পথ ভুলে।

হঠাৎ খোলা জানালায়----
তুমি,
সুপ্রভাত যেন আরো কাছে
আঁচলে ঢেকে নিয়ে চলো
হৃদ-ভূমে,
দূরে, বহু দূরে, সীমান্ত আলয়ে।

তুমি গোলাপ হয়ে এলে
এই সকালে,
গন্ধে বিভোর মন জানালা...
তোমার চোখে
চাঁদ উজাড় পূর্ণিমা
হৃদয় বলছে থেকে থেকে
তুমি আমার।

বেলা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২০৪ বার পঠিত     like!

রৌদ্র-ছায়া

লিখেছেন lehan, ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৩৭

আশ্বাসের শুভ্র ডানা মেলে
শরৎ এলো
মুক্তির বারতা নিয়ে,
বর্ষার অবরোধ শেষ হলো,
জীবনের অনুষঙ্গে মুখর প্রকৃতি,
প্রেয়সীর চোখে সুখের ইশারা।

বিরহ কাটানো সুনীল আকাশে
সাদা মেঘের ভেলা,
প্রত্যাশার নদীতীরে কাশফুল,
মেঘ-বৃষ্টি-রোদ,
কান্না-হাসির নির্মল দুরন্তপনা,
ভালবাসায় রৌদ্র-ছায়ার খেলা।

হালকা শীতের বিকেলে
আঁচল ওড়াউড়ি,
শিউলি ঝরা সকালে
খোলা রোদ
আর শিশিরে মাখামাখি,
তারুণ্যে হিমেল কম্পনের খবর
রবিঠাকুর বলেন,‘ মালতীলতার খোঁজ নিয়ে যায়
মৌমাছি দুই বেলা।’

সবুজ-হলুদ ধানক্ষেতে
সম্ভাব্য প্রাপ্তির মৃদু শিহরণ,
প্রতীক্ষার অষ্টপ্রহর... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৪৯৮ বার পঠিত     like!

আনন্দে একাকীত্ব

লিখেছেন lehan, ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৯

আকাশের চোখ ছলছল
মেঘে ঢাকা সূর্যটা
--মুখভার
বুক ভরা অভিমান
প্রকৃতির---
চোখ রাঙালেই যেন নামবে অঝোরে।

বৃষ্টির সাথে আমার দুরত্বটা চিরকাল
বৃষ্টি আমি তোমাকে চেয়েছি
জমানো আড়ষ্টতা কাটাতে
কতবার --আকুতি, মিনতি--
কিন্তু দেখা মেলেনি দুঃসময়ে।

অথচ এখন দেখো, নতুন সুতোর আঁচড়
বেলে মাটিতে মৌ মৌ গন্ধ
স্রোত আর সুরের মুর্ছনা
আনন্দে ডানা মেলে ভিজছে পাখিরা।

পেছনের স্মৃতিকে জাগিয়ে তোলা
একাকীত্ব---
ভিজে ভিজে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৮ বার পঠিত     like!

বিকেলের আলোটা ছুঁয়েছে কার্নিস

লিখেছেন lehan, ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১০

বিকেলের আলোটা কার্নিস ছুঁয়েছে
সন্ধার আনাগোনা চারপাশে
আর কিছু পর নামবে রাত-- নিশুতি রাত,
গহন রাত --কালির মত অন্ধকার
বড় একা একা আজকাল ---
দিন-রাত;
রাতগুলো আরো বেশি ফাঁকা
ফুরিয়ে গেছে চাঁদের আলো
সকালের রোদ কর্কশ
দিনগুলো --রাতের মতই
ব্যবধান গেল কই?

একই মাটির পৃথিবীতে দু'টো ভিন্ন সময়
আপাদমস্তক বদলে গেছে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৮ বার পঠিত     like!

রূপোর নূপুর

লিখেছেন lehan, ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:০৮

তুমি এলে অবশেষে
হিম ঘরের 'কোল্ড শক' মুড়িয়ে
কুঁচকানো, দোমড়ানো, জীর্ণ-শীর্ণ ধরণীর
দৈন্যতা মুছে,
তুমি এলে কাক ডাকা ভোরে,
ঝিরিঝিরি বায়ে 'জাগিয়া উঠিছে প্রাণ'
অশীতিপর ঠোঁটের কোণে
স্মিত হেসে, ভালবেসে।

তুমি এলে কাব্য নিয়ে
দোয়েলের শিস বাজিয়ে
ঝিঁঝিদের জারি-সারি ভাটিয়ালি নিয়ে
কোকিলের কুহুতানে মন রাঙিয়ে,
চোখ ধাঁধিয়ে,
গাছে গাছে নরম পাতার হাত ধরে।

তুমি এলে পল্লীবধূর জলকে চলা পথে
রূপোর... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৯৮ বার পঠিত     like!

পরিযায়ী

লিখেছেন lehan, ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৮

তুমি আস পর্যটকদের মতো

ভ্রমণের আনন্দে ক্লান্তিহীন চোখ

কালো চুলে সাদা মেঘের আস্তরণ।



তুমি আস তাপহীন, শূন্যের নিচে,

দূর-দূরান্তে তুষারঝড়ের মাঝে

যখন এখানে বালিহাঁস, ... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১০২ বার পঠিত     like!

টেম্পেস্ট

লিখেছেন lehan, ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩২

হঠাৎ নিকষ কালো-

অন্ধকার, ছায়াহীন কায়া

নির্বাক সব আলো,

বন্ধ খেয়া,

বন্ধ পারাপার।



হঠাৎ ঝড় হাওয়া ... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৩৮ বার পঠিত     like!

দারিদ্রসীমা

লিখেছেন lehan, ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৫

দারিদ্র মানে হাল্কা হাওয়ায় শেকড়গুচ্ছ আলগা হওয়া

দারিদ্র মানে সাঁতার জেনেও স্রোতের টানে ভেসে যাওয়া।



দারিদ্র মানে মাথার নিচে শক্ত ইটে ঘুমের মায়া

দারিদ্র মানে মেঝের উপর সারে সারে শুকনো কায়া।



দারিদ্র মানে শীতের রাতে খড়ের খোঁজে হন্নে হওয়া ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৮২ বার পঠিত     like!

ধূসর ধূলোয়

লিখেছেন lehan, ১০ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৫১

অন্তবিহীন মিলনের পথরেখা

সারারাত সারাদিন এঁকে এঁকে

অনির্বাণ আমি-- দিশেহারা,

কন্টকিত ছায়াপথ থেকে থেকে

আঁকা বাঁকা--বড় ছন্নছাড়া

প্রেমহীন কবিতায়

এলোমেলো শব্দগুলো ধূসর ধূলোয় মাখা। ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১১৩ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৭১৫৫ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ