এখানে ভেজা জোছনায় দেবদারুর ছায়া
আদিবাসীর মতো--
ছোট্ট পাখি উড়ে গিয়ে বসে
শালগাছের মাথায়
কাছাকাছি কুয়াশা
দূরে লাল উদয় পদ্মের ম্লান আলো।
এখানে চাদর মুড়ি দিয়ে ভোর আসে
প্রকৃতি কথা কয়
কানে কানে
ঝরা পাতা গড়িয়ে যায়
তীব্র শীতে--, নাড়ির টানে।
এখানে ভোর হওয়ার আগে ঘুম ভাঙ্গে
কাঠবিড়ালি দৌড়ে যায়
উদাস প্রাণে,
টুপ করে পানিতে ডুব দেয়
কোনো মাছ-
অন্ধকার গলে শূন্য মাঠ-প্রান্তর পেরিয়ে
দিগন্তে আলোর রেখা।
এখানে পায়ের তলায় শিশিরের
ঝর্ণাধারা
ডানা ঝাপটানোর শব্দ
---ডানে---বায়ে--
বালিহাঁস --হিজলের ডালে
জলে সারা শরীর ডুবিয়ে মাথা তোলে পানকৌড়ি ।
এখানে ঝিলের জলে শাপলার থালা
পাশে পল্লবিত জলপাই
প্রেয়সির পত্রবিহীন বকুলগাছ
শুকিয়ে খড়িকাঠ---
এখাণে নিঃসঙ্গ রাতে নীরবতার উপাখ্যান
নিজের সাথে কথার ডালপালা।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:২০