তুমি আস পর্যটকদের মতো
ভ্রমণের আনন্দে ক্লান্তিহীন চোখ
কালো চুলে সাদা মেঘের আস্তরণ।
তুমি আস তাপহীন, শূন্যের নিচে,
দূর-দূরান্তে তুষারঝড়ের মাঝে
যখন এখানে বালিহাঁস,
চখা আর চখির সম্মিলন।
তুমি আস নিজবাসভূমে
দূনির্বার প্রেমময় দীপশিখা জ্বেলে
অমাবস্যার আঁধার চিড়ে
যেন নির্ঝর নক্ষত্রের আগমন।
তুমি আস তাই কল-কাকলির মূখরতা
আকাশ জুড়ে নানান রঙ
ঝিলের জলে শাপলার কথকতা
হংস-যুগলের ডুব সাতারের খেলা,
তুমি আস তাই শুদ্ধ খুশির বারতা
ধরণীর বুকে সূচি-শুভ্র মেলা।
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৮