হঠাৎ নিকষ কালো-
অন্ধকার, ছায়াহীন কায়া
নির্বাক সব আলো,
বন্ধ খেয়া,
বন্ধ পারাপার।
হঠাৎ ঝড় হাওয়া
সো সো শব্দ, ঢেউ
বন্ধ গগন, বন্ধ গান গাওয়া,
উড়ছে বুঝি কেউ
কাঁপছে শিরদাড়া
দুলছে তরী,
ভিজছে অধর,
দৃষ্টি হল ন্যাড়া।
হঠাৎ কড় কড়
দুলছে বাচারি, নড়ছে দোচালা,
থর থর,
হঠাৎ আলোর চাহনী,
এক পলক
হল বুঝি বজ্রপাত
অসার কবি, বেহুলা লক্ষিন্দর,
সেক্সপিয়ার দিশেহারা।
এ যে টেম্পেস্ট
একদম লন্ডভন্ড লোকালয়,
ঘরছাড়া, ছিন্নমূল
মতিহারা, গতিহারা পথ
সমাজ, সংসারে ল্যান্ডস্লাইড
কি হল ঐ খানে,
উপড়ে গেল বুঝি
শতায়ু বটবৃক্ষ,
ঐ দূরে তাল গাছের লাশ
সারে সারে।
ঘন দুর্যোগের রাত শেষে,
প্রেমহীন সকাল আজ
হতবিহব্বল,
ফিকে মায়া, শূন্য কায়া,
সবুজ চিন্তারেখা দেশ ছাড়া।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৬