এখানে সেদিন মধ্যাহ্ন খড়তাপে
কল্পতরুর প্রেম,
ফাল্গুনের নতুন মুকুলের মত,
ভাষার টানে ওষ্ঠ ওদের হিম,
কল্পনার নীল ছুঁয়ে আনন্দ অসীম।
এখানে সেদিন নীল ক্ষেতের ধারে
বাহান্ন গলি তিপান্ন বাজারে
'মায়ের ভাষা রক্ষার শপথ'
ভিনদেশী বেনিয়ার লেলিহান থাবা,
আধো বোজা সবুজ শহরে।
অবশেষে শবের মিছিল
টগবগে যুবকের রক্তরেখায়
আড়ষ্ট আঁধার ঠেলে অমর একুশ,
আজও চেতনার বাতিঘর
কৃতজ্ঞ বলিরেখা, দীপ্ত শোকাশীস
ওরা মহীয়ান, রূপালী গাংচিল,
ওরা মোদের গর্বিত আবীর।