ঈদের নামাজের পরে মুসলমানরা সমবেতভাবে মুনাজাত করে থাকে এবং একে অন্যের সাথে কোলাকুলি করে ঈদের সম্ভাষণ বিনিময় করে থাকে। ঈদের বিশেষ শুভেচ্ছাসূচক সম্ভাষণটি হলো, “ঈদ মোবারক”।
আসুন, আমরা সম্প্রদায়গত বিরোধ ভুলে আজকের পবিত্রতম ঈদের খুশির জোয়ারে সকলেই আনন্দ উত্সবে মেতে উঠি। জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঈদ মোবারক বলে প্রাণিত করে তুলি। সাথে থাকুন, পাশে রাখুন। জয়গুরু
পবিত্রতম ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সারা বিশ্বময়
ঈদ-উল-ফিতর পবিত্র দিবসে আমার কবিতা
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
আজি পবিত্র ঈদ-উল-ফিতর
খুশিতে মাতি সবাই,
এসো সবাই একসাথে আজি
ঈদগাহে চলো যাই।
আজিকে যখন প্রভাত রবি
ছড়িয়ে দিলো আলো,
নবীন প্রভাত ডাক দিয়েছে
লাগছে সবই ভালো।
প্রভাত রবি অরুণ রাগে
ছড়ায় নব কিরণ,
খুশির আনন্দে সবাই মাতে
হেরি মধুর মিলন।
ঈদের চাঁদ সবাই যখন
দেখেছিলো কাল রাতে,
তাইতো আজি নমাজ পড়ে
সকলেই একসাথে।
ঈদের খুশি ছড়িয়ে পড়ুক
আজি সারা বিশ্বময়,
হিংসা বিদ্বেষ সকল ভুলে
মোরা করি বিশ্বজয়।
মানি না হিন্দু মানি না মুসলিম
জাতি ধর্ম বড় নয়,
মন্দির মসজিদ বন্ধ আজিকে
করোনারে করো জয়।
প্রার্থনা আর নমাজ আজি
বন্ধ করো সব আজি,
বিশ্বজুড়ে করোনার প্রকোপে
যেতে কেউ নয় রাজি।
গৃহবন্দী হয়ে নমাজ পড়ো
আর আল্লাহকে ডাকো,
করোনার বিষে ভুবন ছেয়েছে
মাস্ক দিয়ে মুখ ঢাকো।
পবিত্র দিবসে বন্ধুরা আজিকে
পরস্পরে ভালবাসো,
করোনার বিষ হয়নি নিঃশেষ
করোনারে আজি নাশো।
=============
পূর্ব প্রকাশিত কয়েকটি কবিতা
=============
ঈদের খুশি
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
ঈদের খুশিতে আজিকে
সবার চিত্ত ওঠে ভরে,
ঈদের খুশি ছড়িয়ে পড়ুক
আজ সারা বিশ্ব জুড়ে।
নতুন নতুন জামা পরে
নতুন নতুন সাজে,
টুপি পরে যাচ্ছে সবাই
ঈদগাহের মাঝে।
ঈদের নমাজ উঠেছে জমে
সত্যম পার্কের পাশে,
প্রিয় ভাইজানেরা সবে
দলে দলে সেথা আসে।
নমাজ শেষে আল্লাহো আকবর
বলে সবে প্রাণখুলে,
কোলকুলি করে সবে পরস্পরে
হিংসা ও বিদ্বেষ ভুলে।
ঈদের খুশি ছড়িয়ে পড়ুক
আজি সারা বিশ্বময়,
জাতিগত বিরোধ ভুলে
মোরা করবো বিশ্বজয়।
================
ঈদের খুশি ছড়িয়ে পড়ুক
লক্ষ্মণ ভাণ্ডারী
ঈদের দিনে সবার সাথে
নমাজ পড়তে হয়।
খুশির রঙে আজকে মেতে
ওঠে সবার হৃদয়।
খুশির দিনে পুলক জাগে
সবার হৃদয় মাঝে,
নতুন জামা, নতুন টুপি,
সবাই নতুন সাজে।
ঈদের দিনে জাকাত নিতে
এসেছে অন্ধমেয়ে,
খুশির দিনে সেই যে বেশি
খুশি সবার চেয়ে।
হাতের তালু ভর করে
হেথা এসেছে পঙ্গুছেলে,
খুশির দিনে হবে সে খুশি
নতুন জামা পেলে।
ঈদের খুশি ছড়িয়ে পড়ুক
সারা ভুবন ময়,
হিংসা বিরোধ সকল
ভুলে করবো বিশ্বজয়।
আজ যখন ঈদের দিনে
হৃদয়ে পুলক জাগে,
পরস্পরের আলিঙ্গনে
খুশির ছোঁয়া লাগে।
ঈদের শুভেচ্ছা গ্রহণ করুন
প্রিয় মোর বন্ধুজন,
ঈদের কবিতা লিখিল আজি
কবি ভাণ্ডারী লক্ষ্মণ।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০২১ বিকাল ৩:২০