প্রয়াত কবি শঙ্খ ঘোষ.....স্তব্ধ হলো শঙ্খনাদ (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
কবি শঙ্খ ঘোষ (৫ ই ফেব্রুয়ারি ১৯৩২ - ২১ শে এপ্রিল ২০ ২১) জন্ম অবিভক্ত বাংলার চাঁদপুরে, ১৯৩২ সালে। আসল নাম চিত্তপ্রিয় ঘোষ। তিনি ছিলেন একজন বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ ও শক্তিমান সাহিত্যিক। তিনি কাব্য সাহিত্যে রবীন্দ্রনাথ ও জীবনানন্দ দাসের উত্তরসূরী ছিলেন। ছদ্মনাম ছিল কুন্তক। কবির অকাল মহাপ্রয়াণে আমরা সকলেই শোকাহত।
কোথা কবি শঙ্খঘোষ? সে কোন অমরালয়?
স্তব্ধ হলো শঙ্খনাদ, সাহিত্যের বিপর্যয়।
পশ্চিম দিগন্তে রবি যবে যায় অস্তাচলে,
কবির লাগি সকলে আজি ভাসে অশ্রুজলে।
হায় কবি! নিয়তি সে তো নির্মম নিষ্ঠুর!
বসুধায় আর্তনাদ, ভাসে বিষাদের সুর।
সাহিত্যের ভাগ্যাকাশে এক নক্ষত্র পতন,
কবির প্রয়াণে আজি সবে করিছে ক্রন্দন
সূদুর নীল গগনে যবে শঙ্খচিল ভাসে,
সাঁঝের বেলায় যবে শঙ্খধ্বনি ভেসে আসে।
পূর্ণিমার চাঁদ যবে শুভ্র জোছনা ছড়ায়,
কবির কবিতাপাঠ দূর হতে শোনা যায়।
নদীর ওপার হতে ভেসে আসে এক মূর্ছনা,
কুলু কুলু বয় নদী, বয়ে যেতে নাই মানা।
কবির প্রয়াণে আজি শোকাহত মন প্রাণ,
ফিরে এসো, এসো ফিরে, হে কবি মহান।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০২১ বিকাল ৩:২৫