বিশ্বত্রাস করোনার ছোবলে... ১৪২৮ সূচনায় জীবন নিলো কেড়ে
প্রয়াত কবি শঙ্খ ঘোষ.....স্তব্ধ হলো শঙ্খনাদ (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
কবি শঙ্খঘোষ নাম খ্যাত চরাচরে,
চিত্তপ্রিয় ঘোষ তাঁর ডাকনাম ধরে।
অবিভক্ত বাংলার জন্ম চাঁদপুরে,
কোথা কবি শঙ্খঘোষ আজ কতদূরে।
কবির জীবন দীপ হয়ে গেল শেষ,
করোনার বিষবাষ্পে হল নিঃশেষ।
কাব্যের জগতে এক নক্ষত্র পতন,
স্তব্ধ হলো শঙ্খনাদ, না শুনি কখন।
সে কোন অমরালয়? অমর কে কবে?
সুন্দর পৃথিবী ছাড়ি জানি যেতে হবে।
নিয়েছে হৃদয় কেড়ে, নির্মম নিয়তি,
শ্রদ্ধার্ঘ জানাই মোরা প্রিয় কবি প্রতি।
কবির প্রয়াণে বিশ্ব করিছে ক্রন্দন,
কবির বিরহে কাব্য লিখিল লক্ষ্মণ।
https://www.youtube.com/watch?v=g3wj8bTVsJQ
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০২১ রাত ৮:১৫