যদি আমাকে অবশ্যই হয় মরতে
তুমি যেন বেঁচে থাকো
আমার গল্প বলতে
বিক্রি করতে আমার জিনিস যত
কিনতে একটা কাপড়
আর একটা সুতো
(সাদা লম্বা লেঁজবিশিষ্ট)
যেন যুদ্ধের মাঠে কোনো শিশু
স্বর্গের দিকে তাকানো চোখে
পিতার অপেক্ষায় যে কিনা আগুনে
বিদায়ের কথা না জেনে
আমার, যে ঘুড়িটা বানিয়েছো তুমি, সেটা দেখে
আর কিছু সময়ের জন্য এটাকে ভাবে ভালোবাসার দেবদূত
আমি যদি অবশ্যই মরি
তাহলে আশাকরি
সেটা হবে এক গল্প অভূত
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:৪৪