পেরিয়ে এসেছো কুড়িটা বসন্ত ।
আজও কেমন অবোধ শিশুর মতোই চেয়ে থাকো আমার দিকে
বহুবার জিজ্ঞেস করেছি
কি দেখো অমন করে?
তুমি চুপ করেই থেকেছো নির্বোধের মতো!
আমার জীবনের ছাব্বিশ বসন্ত পেরিয়ে
তোমার সঙ্গে দেখা, ,,,,,
ছাব্বিশটা মোমবাতির আলো নিভিয়ে
আমি নব জীবনে পা রাখলাম!
বলতে পারো আরেক জন্ম হলো আমার, ,,
তোমার গান শুনতে ভারি ভালো লাগতো আমার,
তাই সুযোগ পেলেই বলতেম একখানি গান ধরো দেখি! !
তুমিও শত কাজের ফাঁকে আমায় গান শুনিয়ে মন ভোলাতে ।
আর আমি যখন কবিতা লিখতেম
বড্ড বেশি তোমার কথা মনে পড়ে যেত,
কলম চলতো অক্লেশে, ,,,,!
তুমি বায়না ধরতে, ,,,,কবিতা শোনাও! !!!
আমি বলতেম আজ নয়, অন্য আরেক দিন।
মুখে না বললেও সে রাগ তোমার চোখে ধরা পড়তো বেশ ।
তুমি আবদার করলে, ,
আচ্ছা, ,,,,,আমরা কি আবার হাঁটতে পারিনা একসাথে?
এক হতে কি পারে দুটো মানুষের ভিন্ন পথ?
আবারো কি হতে পারে গোপন প্রেমের আদান প্রদান?
আবারো কি কোনো এক শীতের সকালে গরম চায়ের কাপে ঠোঁট রেখে, শত ব্যস্ততার মাঝেও ভাগ করে নিতে পারি উষ্ণতা?
পেরিয়ে এসেছো কুড়িটা বসন্ত এখনো চঞ্চলা বালিকার মতো দেখায় তোমায়!
ও দু চোখে এখনও দেখি নিজের প্রতিচ্ছবি, ,,,
কিসের এতো প্রতিক্ষা?
দুজনেই তো নিয়েছি বেছে নিজের নিজের পথ, ,,,,,
প্রাক্তনের বিস্বাদ মাখানো প্রেমে বহুকাল আগে অবজ্ঞার মরচে পরেছে! !!!!
তবুও কেন ছাব্বিশ বসন্ত পেরিয়ে মাটি খুঁড়ে আজও করি মৃত প্রেমের সন্ধান! !!!!!!