মা কেন তুমি নিষেধ করলে
কেনই বা বললে রাজনীতি ভাল না
মা কেন তুমি বললে ঐটা শুধু রাজাদের নীতি।
দেখেছ মা কত কত প্রজা এখন রাজা
মা এখন তোমার বুকে শতকে সতের রাজা হচ্ছে
তোমার ছেলেতো এমন রাজা হতে চায়নি।
মা আমি তো ভেবে ছি্লাম
রাস্তায় টিফিন বাঁটি হাতে হেঁটে চলা তোমার মেয়েকে নিয়ে
তোমার বুকে খোলা আকাশের নিচে তোমায় জরিয়ে পরে থাকা তোমার ছোট ছেলেকে নিয়ে
মা তবুও কেন নিষেধ করলে?
আমিতো ভেবে ছিলাম তোমার বড় ছেলের পাকা ধানের দিকে তাকিয়ে
ঝরানো অশ্রু টুকু মুছে দিয়ে বলতে কাঁদিস না ভাই আমি এখনও জীবিত আছি
তোর ন্যায্য পাওনা আমি আদায় করে দিবই দিব।
কিবা হত বলো মা
স্বাধীনতা বিরধী রাজা দিয়েছে দুবার জেল
স্বাধীনতার পক্ষের রাজা দিয়েছে তিন বার
মা তবুও বেচে তো আছি।
হয়তো শেরে বাংলা,ভাসানি, বঙ্গোবন্ধু হতে পারতাম না
তবুও সামনে দাড়িয়ে বলারতো শক্তি ছিল
হে রাজার সৈনিক তোদের কাছে যত বুলেট আছে
তার চেয়ে অনেক বেশী বুলেটের ধারণ ক্ষমতা রাখে এই বুক।