কে জানে কে তুই
রাত দিন তোকেই শুনি
স্বপ্নে শুধু তোকেই ছুঁই
ফেসবুক থেকে বেরিয়ে যেদিন এবুকে এলি
থমকে গিয়েছিল অতীতের ব্যর্থ প্রেমের পিছুটান
থমকে গিয়েছিল ট্রাফিক সিগন্যালে বেজে ওঠা রবিঠাকুরের গান
থমকে গিয়েছিল আরো অনেক কিছুই
কে জানে কে তুই
ছাড়লাম সব কালো তোরই কারণে
তোরই কারণে বন্য শহরটাকে অন্য লাগে
তোরই কারণে বোবা ডয়েরীটা ফিরে পেলো ভাষা
সে ভাষায় তোকে ভাসাবই ছিল এমনটা আশা
কে জানে কে তুই,
আজ আর পিছু ডাকবোনা
তোকে বলবোনা কেমন আছিস
শুধু এটুকুই জানি
তুই আজ রাজরানী হয়ে লিখছিস নতুন জীবনের কাহিনী
বেশ কিছু মূহুর্ত হয়েছে পার
তুই ছেড়েছিস আমার এ হৃদয় সুমুদ্র পাড়
তবুও এ সুমুদ্রে ঢেউ ওঠে নোনা জলের ঝাপটায়
দু’চোখ ঝাপসা দেখে এই পুরোনো পৃথিবীটাকে
আর অতীত স্বপ্নগুলো এলোমেলো হয়ে ভীড় করে আসে
ভীড় করে আসে আমার ভাবনা রাতের আকাশে
জানি এখন তুই তোর নিজের রাজ্যে অনুভুতির দেশে
আলপনার আকাশ ছুঁই ছুঁই
কে জানে কে তুই, কে জানে কে তুই, কে জানে কে তুই।