বজ্র আওয়াজে নিয়ে নাও আজ রাজপথের দখল,
প্রয়োজনে ক্রাচ বা হুইল চেয়ারে হোক এই মিছিল ;
শ্লোগান ধরো দড়াজ কণ্ঠে বল চীর উন্নত মম শীর ।
টিয়ার সেলের ঝাঁজালো ধোঁয়ার মতো ছড়িয়ে পরো,
নষ্টদের মেধা মগজে প্রতিবাদের ভাষা বপন করো ;
শ্লোগান ধরো সমস্বরে সবাই বলে উঠো জয় বাংলা।
ব্যারিগেট ভেঙে চলে এসো এই বিজয়ের মিছিলে,
গর্জে ওঠো যেন অত্যাচারীর মসনদই কেঁপে ওঠে ;
কণ্ঠে কণ্ঠে ধারন করো বিপ্লবী শ্লোগান জয় বাংলা।
তাক করা বন্দুকের নলের সামনে বুক পেতে দাও,
পাড়ার মোড়ের চায়ের টেবিলেও হোক আলোচনা;
এই মৃত্যু উপত্যকা আমার সোনার বাংলাদেশ নয় ।
শহর জুড়ে তাকিয়ে আছে আজ বিদ্রোহী দু'চোখ,
বুকে জমা ঘুমন্ত আগ্নেয়গিরির মতোই সব ক্ষোভ;
বাক স্বাধীনতা আর গণতন্ত্র পুনরুজ্জীবিত হোক।
জয় বাংলা শ্লোগান ধরো আজ বিদ্রোহী ওই কণ্ঠে ;
তর্জনীটাও উচিয়ে ধরো এই সমাজ বদলের স্বার্থে।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৩৬