পৃথিবীর দেয়াল জুড়ে ছড়িয়ে দাও শব্দের গ্রাফিতি
প্রতিবাদী শব্দতে ধ্বংস করো সকল অন্যায় দূর্নীতি ,
মনে রেখো তুমিই চে ফিদেল কাস্ত্রো কিম্বা অরুন্ধতি ।
দগদগে ঘা এর মতো আজ পৃথিবী হচ্ছে সংক্রামিত
স্বাধীনতা আর ন্যায় বিচার শব্দগুলো আজ নিস্তব্ধ ,
মুখ থুবড়ে পৃথিবীটাও পরে আছে বৃদ্ধকালের মতো ।
সারা বিশ্বের নোংরা সিস্টেমটা দেখে জনতাও ক্লান্ত
দামি পোশাকে অপরাজনীতি দেখে বিশ্ব ক্লান্ত শ্রান্ত ,
অপরাধের সীমা অতিক্রম দেখে জনতা আজ ক্লান্ত ।
দূর্নীতিবাজ লোভী আজ পৃথিবীটাকে দখল করেছে
আর দলীয় আইনে অবৈধ সম্পদের পাহাড় গড়েছে ,
জনতাও টিভির হেডলাইন দেখে আফসোস করছে ।
তোমাদের নোংরা সিস্টেম দেখে দেখে জনতা ক্লান্ত
আর পোশাকী রাজনীতিতে প্রতিনিয়তই হয় বিভ্রান্ত ,
তোমাদের অতিক্রান্ত সীমা দেখে জনতাও যে ক্লান্ত ।
রাষ্ট্রের সামনেই ক্ষমতার দাপটে গণতন্ত্রও ধর্ষণ হয
আর গণতন্ত্রও যৌনাঙ্গ চিরে ভোটতন্ত্রের জন্ম দেয় ,
জনতা ওসব দেখে শুনে চা-এ টোস্ট ভিজিয়ে খায় ।