আজ বসন্তের এই বাসন্তী উৎসবে
তোকে দেবো বলে বুক পকেটে করে
একটা গোলাপ এনেছিলাম সাথে ৷
বাসন্তী রঙা শাড়ীতে তোকে দেখে
ভালোবাসার মগ্ন চৈতন্যে হারিয়েছি নিজেকে ৷
বারবার বলতে ইচ্ছে হয়েছে ,
গাছের ডালে ফুল না ফুটলেও
মনের বনে ভালোবাসার ফুল ঠিক ফুটেছে ৷
তারপর বসন্তের বাসন্তী উৎসব সেরে
তোকে নিয়ে উন্মুক্ত রিক্সায় ঘোরাঘুরি
পার্কে বসে বাদাম খাওয়া কফি সপে কফি
এতো কিছুর পরেও গোলাপটা তোকে দিতে পারিনি ৷
আড়চোখে তুই বারবার তাকিয়েছিস আমার দিকে ,
কিন্তু আমি চেপে গেছি স্বভাব সুলভ আচরনে
বলতেই পারলাম না গোলাপটা তোর জন্যে ৷
আচ্ছা তুইওকি কিছুই বুঝিসনি নাকি বুঝতে চাসনি ,
আমি জানি গোলাপটা তোর নজর এড়ায়নি ,
কিন্তু গোলাপের কাঁটার আঘাতটা তোর নজর এরিয়েছে ৷
আর আমার ভালোবাসার কথা অব্যাক্তই রয়ে গেছে।