ভাবপ্রকাশের আধুনিক যত মাধ্যম তৈরী হয়েছে, বৈশিষ্ট্যের দিক থেকে ব্লগ এগুলোর মাঝে আলাদা। রেডিও, টেলিভিশন বা সংবাদপত্র মাধ্যমে শ্রোতা বা দর্শক শুধুই গ্রহীতা বা রিসিভার। একটি খবর বা অনুষ্ঠানের প্রতিক্রিয়া তারা জানাতে পারে না। ব্যাক্তিগতভাবে নিজের মত প্রকাশের জন্য আলাদা করে একটি ওয়েবসাইট খোলা ছিলো কঠিন ব্যাপার। এই কষ্ট কল্পনাকে সুখকল্পনায় পরিনত করলো ব্লগ। শুরুতে এর নাম ছিলো ওয়েব লগ। কাজ ছিলো খানিকটা ব্যাক্তিগত ডায়েরী লেখার মতো। পরিচিত ছিলো ব্যাক্তিগত অনলাইন ডায়েরীর মতো। শুরু হয় ১৯৯৪-৯৫ সালের দিকে।
ওয়েব লগ শব্দটির মিলনার্থক রূপই ব্লগ নামে পরিচিত। যেকোন ধরনের ব্যাক্তিগত অনুভূতি, রাজনৈতিক মতামত, সাহিত্য, চিত্রকলা, গ্রাফিক্স এবং ভিডিওর বানিজ্যিক কিংবা অবানিজ্যিক ভাবে ওয়েবে প্রকাশিত উপাদান (Content) কে ব্লগ বলা যেতে পারে। এক্ষেত্রে স্থান টি অনেক বেশি বিস্তৃত। বাংলা ভাষায় ব্লগিং শুরু হয় ২০০৫ সালের ডিসেম্বর থেকে সামহোয়্যারিন ব্লগের হাত ধরে। শুরুতে অনলাইন ব্যাবহারকারীদের কাছে ব্লগ আলাদা গুরুত্ব পায়। অনেক লেখক, বুদ্ধিজীবি জমায়েত হন বাংলা ব্লগ গুলোতে। পথ পরিক্রমায় এখন বাংলা ভাষার প্রচুর ব্লগ বিদ্যমান। এর মাঝে উল্লেখযোগ্য- প্রথম আলো ব্লগ, আমার ব্লগ, সচলায়তন, আমরা বন্ধু, চতুর্মাত্রিক, নাগরিকব্লগ, মুক্তমনা, মুক্তব্লগ, আমার বর্ণমালা। ব্লগে লিখতে হলে আপনাকে প্রথমে সদস্য হতে হবে, যা ব্লগের ভাষায় রেজিষ্ট্রেশন। এজন্য একটি ইমেইল এড্রেস ও ক্ষেত্র বিশেষে মোবাইল নাম্বার প্রয়োজন। এরপর শুরু করে দেয়া যাবে ইচ্ছামতো ব্লগে লেখালেখি, মন্তব্য ও প্রতি মন্তব্য। কোন কোন ব্লগে অন্যের লেখায় মন্তব্য করতে হলে একটি নির্দিষ্ট সময় পার করতে হয়। ব্লগে বিরোধ ও পরিবেশ রক্ষার স্বার্থে এটি করা হয়ে থাকে। কোন কোন ব্লগে লেখক হতে হলে আগে অতিথি হিসেবে অনেকদিন লেখালেখি করতে হয়। যেকোন ধরনের মতামত শেয়ার করা যাবে অন্যান্য ব্লগারদের সাথে। এছাড়া ব্লগস্পটে ঢুকেও যে কেউ নিজস্ব ব্লগ খুলতে পারে। বর্তমানে একলাখের ও বেশি ব্লগার বিভিন্ন ব্লগে লিখে থাকে। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট হিসেবে ব্লগ ইতোমধ্যে তার অবস্থান পাকাপোক্ত করে নিয়েছে। সামাজিক সচেতনতা, যোগাযোগ, সাহায্য ইত্যাদি ব্লগের মাধ্যমে করা হচ্ছে। সমাজ ও রাষ্ট্রের নানা অসঙ্গতি লেখার মাধ্যমে ব্লগাররা সবার সামনে তুলে ধরছে। বিকল্প মিডিয়া হিসেবে জন সচেতনতা, আইন ইত্যাদি ক্ষেত্রে ব্লগাররা তাদের নিজস্ব মতামত জানানোর মাধ্যমে বিষয় গুলিকে বিশ্লেষণ করার প্রয়াস পাচ্ছে। সর্বশেষ মিশর পরিস্থিতি, জাপান পরিস্থিতি নিয়ে নিয়মিত আপডেট জানিয়েছেন ব্লগাররা। অতীতের বিডিআর হত্যাকান্ড থেকে শুরু করে জাতীয় গুরুত্বপূর্ণ সময়ে ব্লগের ভুমিকা ছিলো বিকল্প মিডিয়া হিসেবে অত্যন্ত শক্তিশালী। মিডিয়াতে যে খবর আসেনা বা আসতে পারেনা, তা ব্লগাররা তুলে ধরেন নিজস্ব মতামত সহ। জনমত গঠনে তাই ব্লগের ভুমিকা ধীরে ধীরে অপরিহার্য হয়ে উঠছে। উদাহরন হিসেবে মেহেরজান এর বিপক্ষে লেখালেখির শুরু ব্লগ থেকে হয়েছে বলা যায়। এছাড়া তত্বাবধায়ক সরকারের আমলে সিআরপি থেকে তৎকালীন উপদেষ্টা শফি সামি কে উচ্ছেদে ব্লগের ভুমিকাই ছিলো প্রধান। ইরাক যুদ্ধের সময় হাজার হাজার ব্লগের জন্ম হয়। বড় বড় ঘটনায় পৃথিবীব্যাপি মানুষ তাদের মতামত অকুন্ঠচিত্তে প্রকাশ করে ব্লগের মাধ্যমে। খুব ভালোভাবে তাই বলা যায়, আগামীদিনের প্রধান মিডিয়ার বিকল্প মিডিয়া হিসেবে ব্লগ তার শক্তিমত্তাকে সুস্পস্টভাবে জানান দিচ্ছে।
প্রকারভেদঃ ব্লগকে প্রধানতঃ দুইভাগে ভাগ করা যেতে পারে।
১| ব্যাক্তিগত ব্লগিং। (Personal Blogging)
২| কম্যুনিটি ব্লগিং। (Community Blogging)
১| ব্যাক্তিগত ব্লগিং- নিজস্ব ডোমেইন (Domain) এর আন্ডারে অথবা ফ্রি ব্লগ লিখতে দেয় এমন ওয়েবসাইট গুলি, যেমন- ব্লগার ডট কম, ওয়ার্ডপ্রেস, ব্যাবহার করে যে ব্লগিং করা হয়ে থাকে, তাকে ব্যাক্তিগত ব্লগিং বলা যেতে পারে। যেমন-
www.nirpata.com
http://blog.aumitahmed.com/
http://royesoye.blogspot.com/
http://sabuzbagh.blogspot.com/
http://blog.mukul.us/
http://ronyiut.wordpress.com/
http://horoppa.wordpress.com/
২| কম্যুনিটি ব্লগিং- সামাজিক ওয়েবসাইট যেখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা তাদের লেখা, ভিডিও, ক্যারিকেচার, মতামত কিংবা প্রচারণা চালানোর মাধ্যম হিসেবে ব্যাবহার করে, তাকে কম্যুনিটি ব্লগিং বলে। কম্যুনিটি ব্লগিংই বাংলাভাষীদের মাঝে বিশেষ জনপ্রিয়। ব্যাক্তিগত ব্লগিং সেক্ষেত্রে মধ্যযুগে পড়ে আছে বলা যেতে পারে।
বাংলা ভাষায় কয়েকটি কম্যুনিটি ব্লগিং সাইট-
www.somewhereinblog.net
www.cadetcollegeblog.com
http://blog.bdnews24.com/
http://prothom-aloblog.com
www.amrabondhu.com
www.amarblog.com
www.choturmatrik.com
www.amarbornomala.com
www.muktomona.com
www.sachalayatan.com
www.techtunes.com
www.lotakombol.com
www.opest.com
www.sonarbangladesh.com
www.shobdoneer.com
http://www.sabujbanglablog.net
http://onukabbo.net/
http://www.itechbangla.com/
http://www.saiftheboss.com/
http://banglablog-narijibon.blogspot.com/
http://forum.amaderprojukti.com/
http://www.addaablog.com/
http://ekusheyblog.com/
http://www.acmsolver.org/bangla/
http://coffeehouseradda.com/
http://www.gonitpathshala.org/
http://techtweets.com.bd/
http://trivuz.com/bangla/forums/index.php
http://www.nagorikblog.com/
http://forum.projanmo.com/index.php
http://www.peaceinislam.com/
http://www.nilanchol.com/
http://www.nree.org/blog
http://www.bokolom.com/
http://boltechai.com/
http://bangladunia.cz.cc/
http://www.banglaeye.com/blog/
http://www.bigganprojukti.com/
http://biggani.com/
http://bn.biborton.com/
http://bdtutorial24.com/
http://bishorgo.com/
http://muktoblog.com/
http://mukto-mona.com/banga_blog/
http://www.nirmaaan.com/blog/
http://www.rongmohol.com/index.php
http://www.shobdoneer.com/
http://www.sobkichu.com/
http://www.sabujbanglablog.net/
http://blog.sobujerkolotan.net/
http://sorolpath.wordpress.com/
http://www.shodalap.org/
http://www.sahityo.com/
http://shopnobaz.net/
বাংলাদেশে চালু হওয়া ব্লগগুলোর মাঝে সবচেয়ে জনপ্রিয় সামহোয়্যার ইন ব্লগ। ২০০৫ এর শেষের দিকে চালু হয় সামহোয়্যার এবং বাংলা ভাষায় এটিই প্রথম ব্লগ। এর মাঝে একমাত্র ব্যাতিক্রম টেকটিউনস। বাংলা ভাষায় একমাত্র বিশেষায়িত ব্লগ। ব্লগীয় পরিভাষায় টেকি বা টেকনোলজি সম্পর্কিত ব্লগ। একেকটি ব্লগ পরিচালনার উপর নির্ভর করে গড়ে ওঠে সেই ব্লগের আবহমন্ডল বা ব্লগীয় পরিবেশ। কোন কোন ব্লগ নিজেই নির্দিষ্ট করে বলে দেয় এই পরিবেশ কেমন হবে। আবার কোন ব্লগের পরিবেশ নিজস্ব গতিতে চলে নিজের পথ টি নিজেই খুজে নেয়। মূলতঃ ম্যানেজমেন্ট কমিটি বা মডারেশন টিমের মূলনিতীর ওপর নির্ভর করে ব্লগের পরিবেশ।
কিভাবে পরিচালিত হয়ঃ একটি ব্লগ চালায় সাধারনতঃ তিনটি টিম।
১| ডেভলপার ও মেইনটেনেন্স টিম।
২| মডারেশন টিম।
৩| ম্যানেজমেন্ট টিম।
১| ডেভলপার ও মেইনটেনেন্স টিমঃ ব্লগ এর ওয়েবসাইট তৈরী এবং রক্ষণাবেক্ষণের দ্বায়িত্বে থাকেন এই টিম টি। যেকোন ধরনের টেকনিক্যাল প্রব্লেম দেখা ও তার প্রতিকার করাই ডেভলপার টিমের কাজ। ব্লগে নতুন ধরনের সুবিধা যোগ করা, ব্লগকে সার্বক্ষনিক নজরদারীর মাধ্যমে সচল রাখা এবং হ্যাকারদের আক্রমন থেকে ব্লগ সাইটটি রক্ষা করাই প্রধানতঃ এই টিম করে থাকে। কোন কোন ক্ষেত্রে মডারেশনের কাজও মেইনটেনেন্স টিম করে থাকে।
২| মডারেশন টিমঃ ব্লগের সার্বিক পরিবেশ সুস্থ ও মিথস্ক্রিয়ার মাধ্যমে ব্লগকে প্রানবন্ত করে রাখাই মডারেশন টিমের কাজ। মডারেশন টিম সাধারনতঃ রিপোর্ট বেইজড কাজ করে থাকে। ব্লগের পরিবেশ সুস্থ ও সুন্দর রাখতে অগ্রহনযোগ্য পোস্ট এবং কমেন্ট মোছা থেকে শুরু করে ব্লগারদের আচরনের উপর ভিত্তি করে ব্লগীয় সুযোগ সুবিধা প্রদানের কাজ, ব্লগারদের সাথে ভার্চুয়াল মিথস্ক্রিয়া ও বিভিন্ন ব্লগীয় অনুষ্ঠানের আয়োজন করা এবং প্রয়োজন হলে ব্লগারদের সাথে সরাসরি যোগাযোগ করা একজন মডারেটরের কাজ। মডারেটরকে শিল্পজ্ঞান সমৃদ্ধ সহ বিভিন্ন চলমান ঘটনাবলী সম্পর্কে সম্যক জ্ঞান রাখতে হয়। পাশাপাশি ইতিহাস, ধর্ম ও রাজনৈতিক ঘটনাবলী সম্পর্কে পরিস্কার ধারণা থাকা প্রয়োজন। পোস্টের কন্টেন্ট নিয়ে প্রধানতঃ একজন মডারেটর কাজ করে থাকেন। লেখার গুনগত মান বিচার ও তার ভিত্তিতে পোস্টকে প্রমোট করা মডারেটরের দ্বায়িত্বের মাঝে পড়ে।
৩| ম্যানেজমেন্ট টিমঃ ব্লগের ফিন্যানশিয়াল, মার্কেটিং ও স্ট্র্যাটেজিক দিকগুলা দেখা ম্যানেজমেন্ট টিমের কাজ। এছাড়া ব্লগের মডারেশন টিম ও ডেভলপার টিম এর মাঝে সমন্বয় করে ম্যানেজমেন্ট টিম। মোটকথা ভার্চুয়াল ব্লগের বাইরে ব্লগের যত কাজ, তা ম্যানেজমেন্ট টিম এর কাজ।
সবটুকু মিলিয়ে বলা যেতে পারে নতুন এক যুগের প্রকাশ ঘটিয়েছে ব্লগ। তবে আমাদের সতর্ক থাকতে হবে সেই চিরন্তন সত্যটি মাথায় রেখে, “প্রতিটি জিনিষের ভালোর পাশাপাশি খারাপ দিকও আছে”; বাংলা ব্লগের “হলুদ ব্লগিং” বা প্রোপাগান্ডা হিসেবে ব্যবহারের পথ রোধ করতে হবে আমাদেরকেই। তবেই ব্লগিং হয়ে উঠবে দেশ, জাতি ও সমাজের জন্য কল্যানমূলক।
লেখাটি তৈরীর জন্য cnews, ব্লগার আজাদ আল্-আমীন, সবাক, শয়তান, পারভেজ আলম, কৌশিক, রুবেল ও ত্রেয়ার কাছে কৃতজ্ঞ