দুপুর আমার একলা থাকা ধুলোর আদর
বিষাদ শালিকের খুঁটে খাওয়া চোখের অগ্রহায়ণ
অক্ষর ঘোমটায় আঁচল ঢাকা শব্দবৌয়ের অবাধ বিচরণ-
উঠানদস্যু সন্ত্রাসী রোদ রাহাজানির ভয় কাঁপানো সময় (তুমি)
দেখবো বলে উঁকি দিয়ে ডাকলে পর
দৌড়ে পালানো দুধের বাটি ওল্টানো বেড়াল, সেও তুমি।
এমনি সুযোগে বারান্দায় বসে সম্বিৎ
হাততালি বাজায় কুকুর ছানার আনুগত্য
চাদর বালিশের গড়াগড়ি শুয়ে থাকে বিছান জুড়ে
অভিশাপের বাজনায় ছটফটানো নিষ্কলঙ্ক আদুরে আগুণ
ঝিমুনির বিষ ঢেলে ঘরের ভাঁজতুলো উড়ায় কম
নিঃশ্বাস গভীর হলে-
পানকৌড়ি মগ্নতায় ডুবে যাই
পান্তামরিচ ভাতের ঘুমে ঢলে পরি অশান্ত ঈশান
সময় আমার, দুপুর আমার, অলক্তিকার মিত মথ সুনশান