জ্যোৎস্না মাখা রাতে কেউ নেই সাথে, বিস্ময়ে চাঁদের পানে চাওয়া ;
এ মধুর ক্ষনে সে আসে স্মরণে, বিরহের গান শুধু গাওয়া।
সৃষ্টির কী অপার রুপ! চারিদিক নিশ্চুপ, প্রান্তরে বসে আমি একা;
বড় একা লাগে, মনে সাধ জাগে, প্রয়োজন পাশে কেউ থাকা।
রহস্যময় নিরবতা, জ্বোনাকীর কথকতা, সময়টা থেমে গেছে হয়তো;
এমন মহান ছবি, দ্বিধা নিয়ে তাই ভাবি, কুহক এর সবটুকু নয়তো?
কৃত্তিমতার মাঝে নিত্ত সকাল সাঁঝে, জীবনকে ঘিরে কত আয়োজন,
এক ঘেয়ে জীবনটাতে একটু দোলা লাগাতে এমন রাত্রি খুব প্রয়োজন।
মধ্য গগণে চাঁদ, ভেঙ্গেছে আলোর বাঁধ, তারাগুলো ম্লান আজ রাতে,
এমন রাত্রি শেষে, আলোর বন্যায় ভেসে মরি যদি ক্ষতি কী বা তাতে?