কিন্তু কয়েকটি সিনেমায় আমি শিশুদের অনবদ্য অভিনয় দেখেছি।
যেসব সিনেমার কেন্দ্রীয় চরিত্র থাকে শিশু সেগুলো কতখানি সফল বা ব্যাবসাসফল হবে তা নিয়ে সন্দেহ থেকেই যায়। শিশু চরিত্রের অসাধারণ অভিনয় ই পারে সেসব ছাপিয়ে যেতে।
দেশের সিনেমার মধ্যে রামের সুমতি ছবিতে রাম চরিত্রে অভিনয় করা ছেলেটার অভিনয় ভালো লেগেছে।যদিও সেই অর্থে সে শিশু ছিলোনা, প্রায় কিশোর বলা যায়।
এরপর দীপু নাম্বার টু, সেখানেও এক ই কথা বলা যায়।
হিন্দী ছবিতে একমাত্র দেখেছি তারে জামিন পার এ দারশীল কে।এখানেও দারুন লেগেছে ওর অভিনয়। তবে শিশু চরিত্রে আমার দেখা সব থেকে সেরা অভিনয় করেছে AI আর sixth sense ছবিতে অভিনয় করা পিচ্চি Haley Joel Osment কে।
একটা ছোট্ট ছেলে বা মেয়ে কি অসাধারণ ভাবে সুখ দুঃখ রাগ, হতাশা ভয়কে ফুটিয়ে তোলে ভাবতেই অবাক লাগে আমার কাছে। তাই শিশু চরিত্রে যখন এসবের সমন্বয় দেখি তখন মনে মনে ব্রাভো বলে উঠি।
AI আগে দেখা ছিলো, গতকাল sixth sense ছবিতে Haley Joel Osment কে দেখে আবারো বলতে বাধ্য হলাম জয়তু পিচ্চি।


সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৪