আসলে ওই দুই বিদেশী হর্তা কান্ডের মূল নায়ক নায়িকা কারা ।আর হর্তা কান্ডের মূল উরদ্ধেশ্য কি ছিল তাও আমাদের কারই জানা নাই ।
কি আর কমু কওনেরি বা কি এমন আছে কিছু বলার নাই । কারন যে মাটিতে বইসা আছি সেই মাটির জন্যই হয়ত একদিন আমাদের কারো বাবা চাচা বা কারো মামা খালুরা সবাই মিলে এক সাথে লড়াই করেছিল ।এখন এই মাটিতেই বসে আমাদের কারো মামার স্বার্থে বা মামার সাথে কাকা মতামত এক না হওয়ায় মামায় হয়ত কাকাকে বলে বেটা তুইতো রাজাকার ।আর নয়ত কাকা মামাকে বলে বেটা তুইতো রাজাকার । একেবারে দেশের পুরো অবস্থা এক পর্যায় । আর খুন হর্তার কথা কিই বা বলবো দেশে যাই হোক সবই রাজনৈতিক ভাবে ঘটেছে আর ঘটনাগুলো বিরোধী দল করেছে। আর নয়ত সরকারি দল করেছে ।আরে ভাই সবই যদি বিরোধী দল আর সরকারি দলই করে থাকে বা দেশে যদি অন্যায় অপরাধের কার্যক্রম চলবেই তাহলে আইন প্রশাসন ও পুলিশের কি দরকার ।কেনই বা জনগনে কষ্টে অর্জিত অর্থ দিয়ে ওই সব পুলিশ পালতে হবে । তারা কি বইসা বইসা শুধু বুড়ো আঙ্গুল চুষবে । যেমন এইতো ২০১৫ সালের শেষের দিকে দুইজন বিদেশি হর্তা নিয়ে কি তোলপার হয়েছে । আর এই দুটি হর্তার দোষ দেয়া হয়েছিল বিরোধী দলকে ।আবার এমনো কেউ কেউ বলেছেন এই কাজটি সরকারি দল করেছে ।
সে যাই হোক কেউ না কেউতো একজন করেছে । মানুষ যেহেতু মরেছে সেহেতু মানুষই মানুষকে হর্তা করেছে । জিন ভূততো আর এসে এই হর্তাকান্ড ঘটান নাই ।
তবে বেশি ভাগ জোরালো ভাবে বলা হয়েছিলো ওই হর্তা কান্ড বিরোধী দল করেছে । তা অবশ্য আমাদের সকলের মনে আছে বা থাকার কথা।
আইজ আবার দেখলাম নতুন আরেক সুর কেউ কেউ বলছেন এই দুই বিদেশি হর্তার পিঁছনে নাকি বিশ্বের বৃহত্বর চার দেশ জড়িত । এই তথ্য তাউ বিদেশি গোয়েন্ডারা নাকি খুজে বের করেছেন ।খুন হইল বাংলাদেশে আর খুইজা পাইলো বিদেশি গোয়েন্ডারা তাহলে বাংলাদেশি পুলিশেরা কি করেন ।দুঃখে পুরাণ দিনের সেই গানটি শুনতে মন চায় ।ওইযে ওই গানটিঃ
পারা লোকে কয় আমায় ভুতে ধরেছে কেউ কেউ কয় আমায় জ্বিনে ধরছে কি করে বলি আমায় কে আমায় পাগল করেছে ।
আমার মনে হয় এ দেশেরও কাওরে কাওরে কেউ কেউ তাবিজ করছে ।
আরে আমাগো পুলিশ ভাইয়েরা শুনেন রাগ কইরেন না একটা কথা বলি আপনেরা দলাদলি না কইরা দেশের সার্থে কাজ করুন”দেশের মানুষের পাশে দাঁড়ান দেখবেন দেশের জনগণও আপনাদের পাশে দাঁড়াবে । আরে পুলিশ ভাইয়েরা দেশের একেকটি দল কতদিনি বা ক্ষমতায় থাকবে বলুন পাঁচ বছর দশ বছর অথবা পোনের বছর অথচ আপনেরা কত বছর চাকুরি করবেন । হিসাব করে দিখুন দলের চেয়ে আপনার ক্ষমতাই বেশি । আরে ভাই দলের প্রতি কোন শ্রদ্ধা না থাকতে পারে কিন্তু আপনেরা জনগণের পাশে থাকলে জনগণ ঠিকি আপনাদের জন্য শ্রদ্ধাবোধ রাখবে ।তাই পুলিশ ভাইয়েরা দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে দলমত নির্বিশেষে ভালো কাজ করুন জনগণের পাশে থাকুন ।