যদিও বিষয়টিকে চর্বিত চর্বণ মনে হয় কিন্তু তার পরেও প্রতিটি জীবনে বার বারই আমরা মনের ভিতরে এ প্রশ্নের সম্মুখীন হচ্ছি। সত্যকে খোঁজা - পশু থেকে মানুষ জীবনে উত্তীর্ণ হবার একটি প্রধান দিক। আমি কে? কি ভাবে হয়েছি? কোথায় যাব? আমার জীবনের কোন উদ্দেশ্য আছে কি? কেন? এ সবের প্রশ্ন একটি পশু করে না, মানুষ করে। আর এটিই মানুষের ধর্মের মূল দর্শন আমি মনে করি। এই মূল দর্শনের ছোঁয়া না থাকলে ধর্ম - অধর্ম হয়ে যায়। সাধারণভাবে আজকাল রীতিনির্ভির যে ধর্মের প্রসার ঘটছে - সেটি কিন্তু ধর্মের মূল দর্শনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, তাই অনেকেই ধর্মকে অন্যভাবে দেখে থাকেন।
জ্ঞান বিজ্ঞানের উন্নতি হচ্ছে, তাই প্রতিদিনের উন্নত জ্ঞান নিয়ে আবারও আমাকে পুরোনো এ প্রশ্নটির উত্তর খুঁজতে হবে। যদি বলি যে অমুক অমুক মহাজ্ঞানীরা আগেই এ প্রশ্নের সমাধান করে ফেলেছেন - আমি কেন নতুন করে ভাবব? মহাজ্ঞানী যত বড়ই হোন না কেন, তিনিও মানুষ, তারও সীমাবদ্ধতা আছে। আর আমি যদি চোখ বন্ধ করে তাকে অনুসরণ করি, তাহলে মানুষ হিসেবে আমার স্বকীয়তা কোথায় থাকল?
পারিপার্শ্বিক বিশ্বকে দেখে একজন মানুষের মনে স্বাভাবিকভাবে চিন্তা আসে, কেউ একজন সৃষ্টিকর্তা আছেন। কিন্তু তিনি কোন না কোনভাবে সরাসরি ধরা না দিলে সে মানুষ কিন্তু নিশ্চিত হতে পারে না। অপর দিকে নাস্তিকতার বিষয়টিও কিন্তু আর একটু কঠিন, কারণ সৃষ্টিকর্তা নেই - এ কথা নিশ্চিত ভাবে বলার জন্য যে প্রমাণ দরকার তাও মানুষের হাতে নেই। এ জন্য অনেকে একটি মাঝামাঝি অবস্থান নিয়ে 'অজ্ঞেয়বাদ' বা 'অ্যাগনোষ্টিসিজম' কথাটি চালু করেছেন, যে এ প্রশ্নের উত্তর কখনোই জানা যাবে না। - কিন্তু তাই কি? আমার মনে হয় এ ধারণায় আসতে গিয়ে কতগুলো তথ্যকে কোন কারণ না দেখিয়ে চিন্তার বাইরে রাখা হয়েছে - যা খোলা মনের পরিচায়ক নয়। সত্য অনুসন্ধান করতে গেলে প্রথমেই খোলা মন থাকতে হবে। আগেই সিদ্ধান্ত নিয়ে খুঁজলে কেবল সেখানটাতেই আটকিয়ে থাকব। এ বিষয়ে আমার চিন্তা নিয়ে কয়েকমাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'গোবিন্দ দেব দর্শন কেন্দ্রে' একটি বক্তৃতা দিয়েছিলাম, সেটি পড়ার জন্য ও সমালোচনা লিখার আহ্বান জানাচ্ছি। আপনাদের সবার চিন্তা আমার চিন্তাকে সংশোধন বা পরিশীলিত করতে সাহায্য করবে। লিখাটি একটু বড় হয়ে যায় বিধায় সরাসরি পোষ্টে দিলাম না। নীচের ঠিকানায় আমার অপর একটি ব্লগে পুরো প্রবন্ধটি আছে, সেখান থেকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি।
http://www.britterbaire.wordpress.com
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৯