আমি তোমাকে বলছি...
তুমি কি শরতের আকাশ দেখেছো ?
বিকেলের কাশফুলের তুলি দিয়ে,
কল্পনার ছবি এঁকেছো ?
...
আমি তোমায় দেখেছি ,
শরতের আকাশে... যেখানে,
নিত্য হয় অনাবিল হাসির সৃষ্টি,
তোমার চুল দোলা দেয় বাতাসের মত...
তোমার হাসি মেলে দেয় রোদ... আর
তোমার কান্না এনে দেয় হঠাৎ বৃষ্টি।
...
আমি তোমাকে দেখেছি,
শরতের রুপে... যেখানে...
ফড়িংয়ের মত লেজ নাড়িয়ে উড়ে বেড়ায়,
রঙ্গিন সব ঘুড়ি,
আউশের ক্ষেতে দোলা দেয় বাতাস... আর
এক পশলা বৃষ্টিতে ভিজে,
মন হয়ে যায় চুরি।
...
আমি তোমায় দেখেছি,
শরতের চেহারায়... যেখানে...
তোমার কথার সুরে আসে কবিতার ঝুলি,
তোমার চলনে বাজে নুপুরের ধ্বনি... আর...
তোমার দৃষ্টি এনে দেয় ...
ফুটন্ত পুষ্পাঞ্জলি।
...
আমি তোমায় আরও বলছি,
তুমি আসলে শরতের সূর্য,... কারন ...
তোমার চাহনিতে পুষ্প সাজায় বাড়ি,
আকাশ বেয়ে গড়িয়ে পরে নিল রঙের ঢেউ... আর
বাতাসের সাথে মিতালি হয়ে ওরে...
সাদা বকের সারি।
...
তুমি আসলে শরতের প্রিয় রাত। ... কারন...
তোমার হাতের স্পর্শে ...
সন্ধ্যায় নামে শান্তি... যেখানে
সপ্নপুরির গল্প শুরু হয়,
হিমেল হাওয়ায় নিশিথে আসে ...
ঘুমকাতুরে চোখে অনাবিল শান্তি।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২৩