আমার অজ্ঞতা যেন পরিহাস করে আমাকেই
আমার নির্বুদ্ধিতা যেন উপহাস করে আমাকে
একদম চরম মুহূর্তে;যখন আমি কিংকর্তব্যবিমূঢ়;
কিছুই করার নেই আমার
আমার একফোঁটা কালে আঙ্গুল উঁচিয়ে উপহাস করে ওরা।
আর ঝলসে ঝলসে ওঠে ঐ ক্ষনকালের অফুরান মূল্যহীন বিষাক্ত ক্রিয়া।
কি হেলায়;অবজ্ঞায়;ঘৃণা করে পাশ কাটিয়ে এসেছি এক পরম সত্যকে!
মধুময় নিষ্কলুষ পূর্ণাঙ্গ সে সত্য
যার শাখা-প্রশাখার সুক্ষ্ম ডালেও কি উজ্জ্বল অংশুমালা!
অন্তহীন এই কালে প্রবেশ করে বুঝেছি
কত নিবিড় হয়ে জড়িয়ে ছিলাম আমার চতুর্দিকস্থ কুহকের ধূম্রজালে
এক অন্ধ বিশ্বাস আর ভ্রান্তি চেতনা আচ্ছন্ন করে রেখেছিল আমার ঐহিক জীবনকে
বিচ্ছিন্ন করে রেখেছিল অকৃত্রিম আলোবহ থেকে
এখন আমি চিনেছি সেই সত্যকে সেই আলোবহকে
যখন আমি কিংকর্তব্যবিমূঢ়; কিছুই করার নেই আমার
কারন এখন আমি পার্থিব জগতের অন্তরালে এক অভ্রান্ত অপার্থিব জগতে
যেখানে আজ আমি ভয়ংকর অসহায়।