যাই হোক মুল কথায় আছি। গত মঙ্গলবারে আমি ট্রেন এ করে আমার এক এখানকার ফ্রেন্ডের সাথে অফিসে যাচ্ছিলাম। পথে একটি MRT Exchange আছে। আমি ট্রেন থেকে নেমে গেছি সাথে আমার বন্ধু ও। কিছুক্ষন পর আমার বন্ধুটি বলল Hi, Where your bag? তখন আমার মনে পড়ল আমার ব্যাগ আমি টেন এ ফেলে এসেছি। কি করি এতক্ষন ট্রেন ১০ কিঃমিঃ চলে গেছে। দৌড়ে গেলাম ট্রাঞ্জিট অফিসারের কাছে। সে আমাকে একটা Lost Property ফরম দিল আমি তা পূরন করলাম। এবং তাকে বললাম আমার ব্যাগ পাওয়া যাবে তো।সে আমাকে বলল আমরা আপনাকে কথা দিতে পারছি না কিন্তু আশা করছি কাল সকালের ভিতর পেয়ে যাব।অফিসার সাথে সাথে সব যাইগায় ম্যাসেজ পাঠায় দিল।
আর কি করা আমি অফিসে দিলাম ফোন বললাম আমার ব্যাগ হারায় গেছে তাতে আমার অফিসিয়াল ড্রেস ছিল তাই আজ আমি অফিসে আসতে পারছি না। এই বলে ফোন কেটে দেয়ার সাথে সাথে একটা Unknown নাম্বার থেকে ফোন আসল। বলল আপনার ব্যাগ পাওয়া গেছে আপনি সামারসেট MRT তে চলে আসেন আমিতো খুশিতে ভ্যাবাচেকা খেয়ে গেলাম। আমি কখনো কল্পনাও করি নাই রিপোর্ট করার ১০ মিনিটের ভিতর ব্যাগ ফিরে পাব। যাইহোক আমার মনে তখন একটাই প্রশ্ন জেগেছে আমি ব্যাগ হারালাম এক লাইনে ব্যাগ ১০ মিনিটের ভিতর অন্য লাইনে গেল ক্যামনে? আমি গেলাম সামারসেট MRT তে। তারা একটা ফিডব্যাক ফরম দিল আমি তাদের হাজার হাজার ধন্যবাদ দিলাম। শেষে অফিসারকে বললাম আচ্ছা আমার ব্যাগ এই লাইনে আসল কেমন করে। সে বলল একযাত্রী লাইন চেঞ্জ করার সময় আপনার ব্যাগ পায় পরে সে এটা আমাদের এখানে এসে জমা দিয়ে গেছে। আমি যে সেই সময় কত খুশি হইছিলাম তা আপনাদের বুঝাতে পারব না। ব্যাগ হাতে নিয়ে মনে মনে বলতে লাগলাম আমার দেশটা যদি এমন হতো। তারপর আবার অফিসে জয়ন করলাম কিন্তু ১০ মিনিট লেট।
নিচে সিঙ্গাপুর MRT লাইন ও ট্রেনের ছবি দিলাম।
আমার এক বাংলাদেশী বড় ভাইয়ের ম্যানি ব্যাগ এখানে একটা যাইগা ৩ ঘন্টা পড়ে ছিল মানে সে ভুল করে ফেলে দিয়ে গিয়েছিল তাতে ৮০০ ডলার ছিল কেউ হাত দেয় নাই । পরে সেটা আবার সে এসে ফিরে পায়। এই জিনিসটা আমার খুব ভাল লাগছে। আমার দেশ ও একদিন এমন হবে। অবশ্যই হবে।