উচ্চারণ ছিল না সহজ,
ভালোবাস না! মোহে ছিলে দেহে ও কামে
প্রতারণা তুষের স্ফুলিঙ্গে জলে
ভাসা ভাসা ঘন শ্যাওলার আস্তরণ।
এখন আমলকীর বনে তেঁতুলবিছা
নোনতা জলে খসে-
ভালোবাসার একশো একটা জোঁক,
আমি মরে মরে বাঁচি রোমান্সের
দেরাজ খুলা ডানাওয়ালা ঘোড়ায় চড়ে।
একটা খাটের খড়ি কয়লা হতে পারে ছাই
কয়লা হতে কাঠখড়ি গ্রাফাইট-হিরক
বিবর্তনবাদে ডারউইন হাঁসে আত্মহত্যায়
প্রেমিকা কার ঘাটে ঝুলো শিমুলতলায়?
বিন্দুগামী কেন্দ্ররেখায় ইলেকট্রন প্রোটনে
চোর পুলিশ খেলা চলে ছাতিপেটা মাঠে।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৩