পিঁপড়া
তুমি ছড়ায়ে রেখেছ মিহিন চিনি
সারি সারি পিঁপড়ার মাঝে
আমি এক নগণ্য কর্মী পিঁপড়া শ্রমিক,
বল- অধিকারে রাখবো কেমনে,
মিষ্টি কিংবা তোমারে- ধনী মালিকীন।
তুমি অনুগ্রহে দিতে চাও চিনি ভাগ
জলেতে মেশায়ে চিনি, মিষ্টজল শরবত
ভেসে ভেসে বড়জোর মরতে পারি;
ভালোবাসার মিষ্টতার একোন অনুবাদ?
পিঁপড়া আমি জন্মের আগে ও পরে
মিষ্টলোভে আজও বকছি প্রলাপ,
যদি ভালোবাস মেয়ে- ডিপোজিটে রাখ প্রমাণ।... বাকিটুকু পড়ুন