নষ্ট হয়ে গেছে সবুজেরা- মৃতদের দেশে।
কোন এক পরবাসী দূরদেশের বণিক গন্ধ খুঁজে
মন্দের সমাবেশে, রঙের বহর নাই খাঁ খাঁ রৌদ্দুরে।
ঘাসে এখন জমে না শিশির মুক্তোর কণা হয়ে
বাতাসে নড়ে না শিষের ডগা, সবুজের উৎফুলে
নাই মানুষ নাই প্রাণ পাষাণের বাগানে
হাহাকার করে মাঠ শত সহস্র ভুলে ভুলে
নষ্ট হয়ে গেছে সবুজেরা- জন্মান্ধের দেশে।
নষ্ট মানুষের পয়দা দিতে দিতে আজ নষ্টের সমাহার
কষ্ট জমা করতে করতে আজ হয়েছে কষ্টের পাহাড়
যে বাবা নষ্ট ভ্রণের- কি জিন দিবে ভ্রণে?
পিতৃগণের ভুলের বহর দেশ করেছে ছারখার
মাতৃভূমের লজ্জ্বার পাহাড় অনাগত আগামীর
একদল দাঁড়কাক নষ্ট ঘাটতে ঘাটতে
দুর্গন্ধে ভরে তুলেছে আকাশ ও বাতাস
এ আমার নষ্ট শহর- নষ্ট দেশ- নষ্ট পৃথিবী
সৌখিন ফুলের চাষ করি বারান্দার নষ্ট টবে
মেকি ফুলের রূপ, এখন গলার কাঁটা হয়ে বিঁধে
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৬ রাত ২:৪৭